ETV Bharat / state

বোনকে ইভটিজ়িংয়ের প্রতিবাদ, যুবক সহ পরিবারের সদস্যদের মারধর - eveteasing case in Raigunj

ইভটিজ়িংয়ের প্রতিবাদে করায় এক যুবক ও তার পরিবারের সদস্যদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে । রায়গঞ্জের করণদিঘির ঘটনা ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 7:11 PM IST

রায়গঞ্জ, ১০ অগাস্ট : বোনকে ইভটিজ়িং করছিল কয়েকজন যুবক ৷ প্রতিবাদ করায় এক যুবক ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ গুরুতর জখম অবস্থায় তিনজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভরতি করা হয়েছে । রায়গঞ্জের করণদিঘির ঘটনা ৷

অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই যুবতিকে উত্যক্ত করছিল তিন যুবক ৷ গতকাল বিকেলে সে ও তার ভাবি বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল ৷ সেই সময় ওই তিন যুবক মোটরবাইকে চেপে তাদের বাড়ির সামনে গিয়ে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে ৷ এর প্রতিবাদ করে তার দাদা ৷ চিৎকার শুনে সেখানে যান আশপাশের বাসিন্দারা ৷ তাঁরা ওই তিন যুবককে সেখান থেকে তাড়িয়ে দেন ৷ কিছুক্ষণ পর ওই তিন যুবক কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে ওই যুবতির দাদার উপর চড়াও হয় ৷ বাধা দেওয়ায় ওই যুবতি ও তার পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি তাদের বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷

ঘটনার পর ওই তিন যুবকের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবতির পরিবারের সদস্যরা ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

রায়গঞ্জ, ১০ অগাস্ট : বোনকে ইভটিজ়িং করছিল কয়েকজন যুবক ৷ প্রতিবাদ করায় এক যুবক ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ গুরুতর জখম অবস্থায় তিনজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভরতি করা হয়েছে । রায়গঞ্জের করণদিঘির ঘটনা ৷

অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই যুবতিকে উত্যক্ত করছিল তিন যুবক ৷ গতকাল বিকেলে সে ও তার ভাবি বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল ৷ সেই সময় ওই তিন যুবক মোটরবাইকে চেপে তাদের বাড়ির সামনে গিয়ে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে ৷ এর প্রতিবাদ করে তার দাদা ৷ চিৎকার শুনে সেখানে যান আশপাশের বাসিন্দারা ৷ তাঁরা ওই তিন যুবককে সেখান থেকে তাড়িয়ে দেন ৷ কিছুক্ষণ পর ওই তিন যুবক কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে ওই যুবতির দাদার উপর চড়াও হয় ৷ বাধা দেওয়ায় ওই যুবতি ও তার পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি তাদের বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷

ঘটনার পর ওই তিন যুবকের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবতির পরিবারের সদস্যরা ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

Intro:রায়গঞ্জ, ১০ আগষ্ট, প্রসুন মৈত্র : বোনের ইভটিজিং এর প্রতিবাদে করায় দাদা সহ পরিবারের সদস্যদের মারধোরের পাশাপাশি বাড়ি ভাংচুরের অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার কুড়িগাঁও গ্রামে। গুরুতর জখম অবস্থায় দাদা, বৌদি ও মামা রায়গঞ্জ গর্ভারমেন্ট মেডিকেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ওই ঘটনায় করনদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই তিন যুবকের বিরুদ্ধে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, করনদিঘী থানার কুড়িগাঁও গ্রামের বাসিন্দা দুলাল হক সাত-আট মাস ধরে তার বোন সাইনারা খাতুনকে পাশের গ্রাম মহনপুরের তিন যুবক প্রতিদিন এসে তার বোনকে অশ্লীল কথা বলতো বলে অভিযোগ। গতকাল বিকেলে বোন সাইনারা খাতুন ও বৌদি সাবিনা খাতুন বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল। সেই সময় ওই তিন যুবক মোটর বাইকে করে এসে বোনকে দেখে অশ্লীল বাজে কথা বলতে থাকে। সেই সময় পাশেই দাঁড়িয়ে ছিল দাদা দুলাল হক। বোনকে অশ্লীল কথাগুলি শুনে ওই তিন যুবককে আটকায়। তাদেরকে বোঝানোর চেষ্টা করে। ওই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসে অন্যান্য গ্রামের মানুষেরা। তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষন পর ওই তিন যুবক তাদের গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে এসে দুলাল হককে মারধোর করতে থাকলে দাদাকে বাঁচাতে বোন, বৌদি ও অন্যান্য পরিবারের সদস্যরা ছুটে আসে। তাদেরকেও মারধোর করে বলে অভিযোগ। পরে ওই তিন যুবকের লোকজনেরা তাদের বাড়িঘর ভাংচুর করে চলে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মারধোরের ফলে গুরুতর জখম পরিবারের ৬-৭ জন। তাদেরকে তড়িঘড়ি প্রথমে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুলাল হক, বোন সাইনারা খাতুন, বৌদি সাবিনা খাতুন ও মামা আব্দুল হক ওই চারজনের অবস্থা অবনতি থাকায় তাদেরকে রায়গঞ্জ গর্ভারমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাদের চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। ওই ঘটনায় দুলালের পরিবারের পক্ষ থেকে করনদিঘী থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই তিন যুবকের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

বাইট : সাবিনা খাতুন ( বৌদি)
বাইট : দুলাল হক ( দাদা)
Body:abcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.