রায়গঞ্জ, 15 সেপ্টেম্বর: পুজো মানেই উৎসব, হুল্লোড়, অতিথিদের আনাগোনা । একসময় দুর্গাপুজোকে ঘিরে এমনই আনন্দ উৎসবে মেতে উঠত দাশমুন্সি বাড়ি । হ্যাঁ, বাংলা থেকে দেশের সর্বোচ্চ রাজনীতিতে জায়গা করে নেওয়া তাবড় নেতা (কংগ্রেস), একইসঙ্গে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির পুজোর বিশাল কর্মযজ্ঞের কথাই বলা হচ্ছে এখানে (Durga Pujo celebration of former minister Priya Ranjan Dasmunsi house is now memory) ।
পুজো আসতে আর ক'টা দিন ৷ তবু এখন শ্মশানের নিঃস্তব্ধতা কালিয়াগঞ্জের প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়িতে । বাঙালির বছরভরের এই উচ্ছ্বাস, আনন্দের মুহূর্তেও একাকী, নিঃসঙ্গ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনীর দাশমুন্সি বাড়ি । এখন দাশমুন্সি বাড়ির দুর্গামন্দির তথা পুজোর দালানে খাঁ খাঁ করা শূন্যতা । একটা সময় পুজোর ক'টা দিন আনন্দ উৎসবে মুখর থাকত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গাপুজো ।
আরও পড়ুন: কাঁকসার জঙ্গলের শ্যামরুপার পুজোতে মিশে রয়েছে ইতিহাস
গরিব, দুঃস্থ থেকে সাধারণ মানুষ, ছোট-বড় নেতা-নেত্রী থেকে ভিভিআইপি সকলেই আসতেন প্রিয় দা-র বাড়ির দুর্গাপুজো দেখতে । এ সবকিছুই এখন স্মৃতি । দীর্ঘ রোগভোগের পর 2017 সালের 20 নভেম্বর প্রয়াত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি । এখন স্ত্রী দীপা দাশমুন্সি ছেলে মিছিলকে দিল্লিতেই থাকেন । তাই স্বাভাবিক কারণে পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে ।
অসীম নিঃসঙ্গতাকে সঙ্গী করে তাই অতীত স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দাশমুন্সি বাড়ি । আনাচে-কানাচে আগাছার বাড়বাড়ন্ত, পুরু ধুলোর আস্তরণ মন্দির চাতালে । একসময় পুজোর দিনে আলোয় ভরা পুজোমণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সঙ্গে নিয়ে ধুনুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীকে । নিজের হাতে হাজার-হাজার দুঃস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাশমুন্সির নিজের হাতে খিচুড়ি বিতরণ, এসব আজ অতীতের স্মৃতি মাত্র । তাই পুজো এলে আজও মন ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রী কলোনীর বাসিন্দাদের। আগমনী সুর নয়, বিষাদের ছায়ায় আজ আচ্ছন্ন দাশমুন্সি পরিবারের দুর্গামন্দির ।