রায়গঞ্জ, ২৪ অক্টোবর : সিপাহী বিদ্রোহের সেনার ব্যবহৃত খড়্গ থাকে দেবী দুর্গার হাতে ৷ এমনই এক দুর্গাপুজো যা বহু বছরের বিদ্রোহের ইতিহাসের স্মৃতিপট নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে ৷
রায়গঞ্জের নিশীথ সরণি রায়চৌধুরি বাড়ির দুর্গাপুজো । পাশাপাশি এখানে নবপত্রিকা গণেশের পাশে না থেকে রয়েছে কার্তিকের পাশে ৷ এই পুজো শুরুও হয়েছিল 1857 সালে ঘনশ্যাম কুণ্ডুর হাত ধরে । অধুনা বাংলাদেশের হরিপুরে এই পুজোর প্রচলন হয় । তৎকালীন ব্রিটিশ শাসনের বাংলার বড়লাট ঘনশ্যাম কুন্ডুকে রায়চৌধুরি উপাধি দেওয়ার পর থেকে এই পুজো রায়চৌধুরি বাড়ির পুজো বলে নামাঙ্কিত হয়ে আসছে ।
1947 সালে ভারত স্বাধীন হয়ে দেশ ভাগের পর রায়চৌধুরি পরিবার চলে আসে এপার বাংলায় রায়গঞ্জ শহরে । সেইসময় নগেন্দ্রবিহারী রায়চৌধুরি পুজোর ধারাবাহিকতা বজায় রেখে দুর্গাপুজো চালু করেছিলেন । সিপাহী বিদ্রোহের সেনার ব্যবহৃত খড়্গ আজও শোভা পায় দেবী দুর্গার একটি হাতে ।
রায়চৌধুরি পরিবারের বর্তমান বংশধর শিবশংকর রায়চৌধুরি জানান, " খুবই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয়ে থাকে । একচালার প্রতিমায় জমিদারি প্রথা মেনে এই পুজোয় আগে নবমীর রাতে বলি দেওয়া হত । কিন্তু আজ বাড়িতে বলির প্রথা তুলে দেওয়া হয়েছে। তবে বিন্দোল এলাকায় ভৈরবীর মন্দিরে আজও পরিবারের পক্ষ থেকে বলি দেওয়া হয়ে থাকে ।"