রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর: আজ মহালয়া ৷ এই সপ্তাহটা পেরলেই দেবী দশভূজার আগমন (Durga Puja 2022) ৷ রাজ্যের প্রায় সব পুজো-মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ রায়গঞ্জেও ছবিটা প্রায় এক ৷ কিন্তু, পুজোয় প্রতিমা দর্শনে আসা দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নিরাপত্তার দিকটিও বড় বিষয় ৷ তাই মহালয়ার দিনে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার সরেজমিনে সব ক’টি মণ্ডপের প্রস্তুতি এবং সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন (Puja Pandals Security) ৷
এদিন মূলত রায়গঞ্জ শহরের বড় পুজোগুলি ঘুরে দেখেন পুলিশ সুপার মহম্মদ সানা আখতার ৷ করোনা পরিস্থিতিতে গত দু’বছর সব পুজোই ছোট করে হয়েছে ৷ এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায়, দর্শনার্থী টানতে অনেক পুজোতেই থিম করছেন উদ্যোক্তারা ৷ আর থিম মানেই দর্শনার্থীদের ভিড় ৷ আর সেখানে নিরাপত্তা বড় একটা ইস্যু ৷ তাই এদিন রায়গঞ্জ শহরের প্রতিটি বড় পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার ৷
আরও পড়ুন: দুর্গাপুরে আগমনী কার্নিভালের উদ্বােধন
পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানিয়েছেন, বড় বাজেটের পুজোগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর ব্যবস্থা, মণ্ডপের ভিতরে কতটা জায়গায় রয়েছে, একসঙ্গে কতজন মণ্ডপে একসঙ্গে থাকতে পারবেন, এই সব বিষয়গুলি তিনি খতিয়ে দেখেন ৷ পাশাপাশি, পুজো মণ্ডপে বিদ্যুতের ব্যবস্থা একটা বড় ইস্যু ৷ সেখানে মণ্ডপের আলোর কানেকশন কোথা থেকে আসছে, কোন জায়গায় তাঁর সুইচ বক্স করা হচ্ছে, এ সব জিনিসগুলি তিনি খতিয়ে দেখেন ৷ পাশাপাশি, করোনা সংক্রমণ কমে গেলেও, সচেতনতা যাতে না কমে, সেই নিয়ে পুজো উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন রায়গঞ্জের পুলিশ সুপার ৷