ETV Bharat / state

হিসেব দেওয়ার ভয়ে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী : দিলীপ - niti ayog metting

হিসেব দেওয়ার ভয়েই মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বাতিল করেছেন । রায়গঞ্জের বিজয় মিছিল থেকে এমনই মন্তব্য করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ- ফাইল ছবি
author img

By

Published : Jun 7, 2019, 4:22 PM IST

Updated : Jun 7, 2019, 4:42 PM IST

রায়গঞ্জ, 7 জুন : হিসেব দেওয়ার ভয়েই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী । রায়গঞ্জে BJP-র বিজয় মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

আজ দুপুরে মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এক হিসেব দেওয়ার ভয় । হিসেব চাইবে । দ্বিতীয়ত, পশ্চিমবাংলার উন্নয়নের ব্যাপারে ওঁর কোনও চিন্তা নেই । উনি খালি রাজনীতিই করেন । প্রধানমন্ত্রী ডাকলে যান না মুখ্যমন্ত্রী । অর্থমন্ত্রীকেও পাঠান না । জেলশাসকদেরও পাঠান না । তারপরেও উনি বাংলার জন্য কাজ করছেন, একথা কেউ বিশ্বাস করবে !"

পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, "এখন ওঁর আর প্রশাসনে মন নেই । শুধু নিজের সরকার বাঁচাতে ব্যস্ত । কেবল রাজনীতি । উনি বলে দিয়েছেন- আমি আর উন্নয়ন করব না, রাজনীতি করব । এটাই তার প্রমাণ ।"

শুনুন দিলীপের বক্তব্য

আজ দুপুরে রায়গঞ্জের কসবা এলাকা থেকে চণ্ডীতলা পর্যন্ত বিজয় মিছিল করে BJP-র জেলা নেতৃত্ব । এই মিছিল যোগদান করেন দলের রাজ্য সভাপতি । বিজয় মিছিল শেষে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগদান করেন ।

রায়গঞ্জ, 7 জুন : হিসেব দেওয়ার ভয়েই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী । রায়গঞ্জে BJP-র বিজয় মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

আজ দুপুরে মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এক হিসেব দেওয়ার ভয় । হিসেব চাইবে । দ্বিতীয়ত, পশ্চিমবাংলার উন্নয়নের ব্যাপারে ওঁর কোনও চিন্তা নেই । উনি খালি রাজনীতিই করেন । প্রধানমন্ত্রী ডাকলে যান না মুখ্যমন্ত্রী । অর্থমন্ত্রীকেও পাঠান না । জেলশাসকদেরও পাঠান না । তারপরেও উনি বাংলার জন্য কাজ করছেন, একথা কেউ বিশ্বাস করবে !"

পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, "এখন ওঁর আর প্রশাসনে মন নেই । শুধু নিজের সরকার বাঁচাতে ব্যস্ত । কেবল রাজনীতি । উনি বলে দিয়েছেন- আমি আর উন্নয়ন করব না, রাজনীতি করব । এটাই তার প্রমাণ ।"

শুনুন দিলীপের বক্তব্য

আজ দুপুরে রায়গঞ্জের কসবা এলাকা থেকে চণ্ডীতলা পর্যন্ত বিজয় মিছিল করে BJP-র জেলা নেতৃত্ব । এই মিছিল যোগদান করেন দলের রাজ্য সভাপতি । বিজয় মিছিল শেষে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগদান করেন ।

Intro:রায়গঞ্জ, ০৭ জুনঃ- প্রথমত হিসেব দেওয়ার ভয়,দ্বিতীয় পশ্চিমবঙ্গের উন্নয়নে মন নেই মুখ্যমন্ত্রীর।তাই নীতি আয়োগের বৈঠকে যাচভহেন না তিনি।মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের সভায় না যাওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে ঠিক এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন দুপুরে রায়গঞ্জের কসবা মোড় এলাকা থেকে শুরু হওয়া বিজয় মিছিললের আগে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন,আমাদের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের সভায় নিজেও যান না।আবার অর্থমন্ত্রীকেও পাঠান না।আসলে তার এই রাজ্যের উন্নয়নে কোন মন নেই।তিনি শুধ্য রাজনীতি করেই থাকেন।বিগত সরকার এই রাজ্য সরকারলে অনেক টাকা দিয়েছে।এবারেও নীতি আয়োগের সভায় রাজ্যের জন্য প্রচুর উন্নয়নমূলক যোজনার কথা থাকত।কিন্তু তিনি ওই বৈঠকেই যাচ্ছেন না তিনি।

এদিন রায়গঞ্জের কসবা মোড় থেকে চণ্ডীতলা পর্যন্ত বিজয় মিছিল করে বিজেপি।মিছিলে জেলার নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতিও।বিপুল পরিমাণে বিজেপি কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশ নেয়।মিছিল শুরুর আগে এদিন বিভিন্ন দল থেকে প্রচুর কর্মী সমর্থক আজ বিজেপিতে যোগ দেয়।

বাইট-- দিলীপ ঘোষ।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:ফগজConclusion:ং
Last Updated : Jun 7, 2019, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.