রায়গঞ্জ, 7 জুন : হিসেব দেওয়ার ভয়েই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী । রায়গঞ্জে BJP-র বিজয় মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।
আজ দুপুরে মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এক হিসেব দেওয়ার ভয় । হিসেব চাইবে । দ্বিতীয়ত, পশ্চিমবাংলার উন্নয়নের ব্যাপারে ওঁর কোনও চিন্তা নেই । উনি খালি রাজনীতিই করেন । প্রধানমন্ত্রী ডাকলে যান না মুখ্যমন্ত্রী । অর্থমন্ত্রীকেও পাঠান না । জেলশাসকদেরও পাঠান না । তারপরেও উনি বাংলার জন্য কাজ করছেন, একথা কেউ বিশ্বাস করবে !"
পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, "এখন ওঁর আর প্রশাসনে মন নেই । শুধু নিজের সরকার বাঁচাতে ব্যস্ত । কেবল রাজনীতি । উনি বলে দিয়েছেন- আমি আর উন্নয়ন করব না, রাজনীতি করব । এটাই তার প্রমাণ ।"
আজ দুপুরে রায়গঞ্জের কসবা এলাকা থেকে চণ্ডীতলা পর্যন্ত বিজয় মিছিল করে BJP-র জেলা নেতৃত্ব । এই মিছিল যোগদান করেন দলের রাজ্য সভাপতি । বিজয় মিছিল শেষে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা BJP-তে যোগদান করেন ।