রায়গঞ্জ, 25 মে : করোনা আবহে এবারে দুয়ারে রক্তদান শিবির ৷ রাজ্য সরকারের উদ্যোগে এই রক্তদান শিবির করার জন্য ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন হল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে । সুপার মার্কেট এলাকায় এই বাতানুকূল ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী । উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ রক্তদানের বাসে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ৷ ওই বাসে দান করা রক্ত সংগ্রহ করে জেলার হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে ৷ ইতিমধ্যে, বহু মানুষ এই ভ্রাম্যমাণ বাসে রক্তদান করেছেন ৷
অতিমারি করোনার কারণে জেলায় রক্তের চরম সঙ্কট চলছে । অথচ কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না । করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই রাজ্য সরকার চালু করেছে ভ্রাম্যমাণ রক্তদান বাস ৷ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় গিয়ে দাঁড়াচ্ছে এই বাস । তার ভিতরেই উন্নত প্রযুক্তির মাধ্যমে ডোনারদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে । বাসের ভিতরেই নাম নথিভুক্ত করিয়ে রক্ত সংগ্রহ করছেন স্বাস্থ্য কর্মীরা। বাতানুকূল এই রক্তদানের বাসে একসঙ্গে 3 জন রক্তদান করতে পারবেন ৷ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী জানিয়েছেন, রাজ্য সরকারের একটি ভালো উদ্যোগ ।