রায়গঞ্জ, 1 মে: সঠিকভাবে খাদ্য সামগ্রী সরবরাহ ও বণ্টন করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে আজ একাধিক রেশন দোকানে গেলেন জেলা পুলিশের পদস্থ কর্তারা। অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিকিতা ফনিনের নেতৃত্বে অন্য পুলিশ কর্তারা রায়গঞ্জ ব্লক ও শহর এলাকার কয়েকটি রেশন দোকান ঘুরে দেখেন।
রাজ্যজুড়ে রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ আসছে। অনেক ক্ষেত্রে ডিলার অভিযুক্ত হলেও খাদ্য সামগ্রী সরবরাহেও সমস্যা থাকছে। এছাড়াও রেশন দোকানে গিয়ে সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই । যাবতীয় বিষয় খতিয়ে দেখতে আজ রায়গঞ্জ ব্লক ও শহরের একাধিক রেশন দোকানে আচমকা হাজির হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিন সহ পুলিশ কর্তারা। রেশন ডিলারদের সঙ্গে কথাও বলেন তাঁরা।
এই বিষয়ে এক রেশন ডিলার বলেন, "রাজ্যজুড়ে রেশন ডিলারদের উপর আক্রমণ হচ্ছে। আমরা আতঙ্কিত। পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে আজ।"
অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিন জানান, "রেশন দোকানগুলি সুপারভাইজ় করতে এসেছিলাম। ডিলারদের নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন রেশন সামগ্রী বণ্টন করা হয়।"