ETV Bharat / state

Panchayat Elections 2023: পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, জ্বালিয়ে দেওয়া হলো গাড়ি - হিংসা বহাল

ভোট লুঠ হয়েছে, এই দাবিতে জাতীয় সড়ক আটকে অবরোধ চলল চাকুলিয়া থানা এলাকায় । বিক্ষোভকারীদের তাণ্ডবে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । সরকারি বাস আটকে চলে বিক্ষোভ ।

Panchayat Elections 2023
পুনর্নির্বাচনের দাবিতে
author img

By

Published : Jul 9, 2023, 8:06 PM IST

পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

রায়গঞ্জ , 9 জুলাই : ভোট-পর্ব শেষ, অশান্তি বহাল । রবিবার জাতীয় সড়ক অবরোধ করে জ্বালিয়ে দেওয়া হলো গাড়ি । ঘটনা উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার রামপুর এলাকার । সরকারি বাস-সহ একাধিক যানবাহনে ভাঙচুর চালাল একদল বিক্ষোভকারী । অভিযোগ, ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করে । পুনর্নির্বাচনের দাবিতে রবিবার সকাল থেকে বিক্ষোভ ।

ভাঙচুর ও গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়ায় । সরকারি বাস আটকে বিক্ষোভ চলে । বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে । শনিবারের ভোটে উত্তর দিনাজপুরের বিভিন্ন বুথে চলে হিংসা, বুথ দখল, ব্যালট বক্স লুঠ করার মতো ঘটনা । অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই হিংসা ছড়ায় । রবিবার পুনর্নির্বাচনের দাবিতেই বিক্ষোভ চলে । বিক্ষোভকারীরার বিজেপির কর্মী-সমর্থক বলে জানা যাচ্ছে ।

রামপুর এলাকার বিজেপি প্রার্থী সত্যকুমার দাস নিজেই পুনর্নির্বাচনের দাবি করেন । তিনি জানান, এই এলাকার গোটা ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে । তৃণমূলের কর্মীরা হিংসা ছড়িয়েছে । যদিও, শনিবারের ভোটে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসও । চাকুলিয়ায় ভোট চলাকালীন ১৯২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহম্মদ শাহেনশার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চলে । ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তির । অন্যদিকে, নয়াহাঁট এলাকায় কংগ্রেস কর্মী মহম্মদ জামেরুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

আরও পড়ুন : Panchayat Elections 2023: বৈষ্ণবনগরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত তৃণমূল কর্মী, মালদায় ভোটের হিংসার বলি বেড়ে 2
গতকালের বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার প্রতিবাদে বিরোধীরা তাণ্ডব চালায় । রামপুর এলাকার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক হয়ে ওঠে । বাসযাত্রীরা আতঙ্কিত হন । ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হলেও, গণনা মঙ্গলে । তার আগে অশ্য বাংলায় হিংসা থামার নাম নেই । শনিবারের আঁচ রবিবারেও রয়ে গেল । বিভিন্ন জেলায় আক্রমণ পালটা আক্রমণের ঘটনা সামনে আসছে । উত্তর দিনাজপুরে বিজেপির কর্মী-সমর্থকরা সকাল থেকে বিক্ষোভে সামিল হন বলেই খবর । জাতীয় সড়ক অবরোধ চললেও বিক্ষোভের মুখে অনেক্ষণ আটকে থাকার পর সরকারি বাস চলাচল শুরু হয় ।

পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

রায়গঞ্জ , 9 জুলাই : ভোট-পর্ব শেষ, অশান্তি বহাল । রবিবার জাতীয় সড়ক অবরোধ করে জ্বালিয়ে দেওয়া হলো গাড়ি । ঘটনা উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার রামপুর এলাকার । সরকারি বাস-সহ একাধিক যানবাহনে ভাঙচুর চালাল একদল বিক্ষোভকারী । অভিযোগ, ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করে । পুনর্নির্বাচনের দাবিতে রবিবার সকাল থেকে বিক্ষোভ ।

ভাঙচুর ও গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়ায় । সরকারি বাস আটকে বিক্ষোভ চলে । বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে । শনিবারের ভোটে উত্তর দিনাজপুরের বিভিন্ন বুথে চলে হিংসা, বুথ দখল, ব্যালট বক্স লুঠ করার মতো ঘটনা । অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই হিংসা ছড়ায় । রবিবার পুনর্নির্বাচনের দাবিতেই বিক্ষোভ চলে । বিক্ষোভকারীরার বিজেপির কর্মী-সমর্থক বলে জানা যাচ্ছে ।

রামপুর এলাকার বিজেপি প্রার্থী সত্যকুমার দাস নিজেই পুনর্নির্বাচনের দাবি করেন । তিনি জানান, এই এলাকার গোটা ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে । তৃণমূলের কর্মীরা হিংসা ছড়িয়েছে । যদিও, শনিবারের ভোটে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসও । চাকুলিয়ায় ভোট চলাকালীন ১৯২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহম্মদ শাহেনশার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চলে । ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তির । অন্যদিকে, নয়াহাঁট এলাকায় কংগ্রেস কর্মী মহম্মদ জামেরুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

আরও পড়ুন : Panchayat Elections 2023: বৈষ্ণবনগরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত তৃণমূল কর্মী, মালদায় ভোটের হিংসার বলি বেড়ে 2
গতকালের বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার প্রতিবাদে বিরোধীরা তাণ্ডব চালায় । রামপুর এলাকার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক হয়ে ওঠে । বাসযাত্রীরা আতঙ্কিত হন । ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হলেও, গণনা মঙ্গলে । তার আগে অশ্য বাংলায় হিংসা থামার নাম নেই । শনিবারের আঁচ রবিবারেও রয়ে গেল । বিভিন্ন জেলায় আক্রমণ পালটা আক্রমণের ঘটনা সামনে আসছে । উত্তর দিনাজপুরে বিজেপির কর্মী-সমর্থকরা সকাল থেকে বিক্ষোভে সামিল হন বলেই খবর । জাতীয় সড়ক অবরোধ চললেও বিক্ষোভের মুখে অনেক্ষণ আটকে থাকার পর সরকারি বাস চলাচল শুরু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.