দাড়িভিট, 25 মার্চ: "সমাধির মাটি নিয়ে তিলক কেটে বলছি রাজ্যে এই ঘটনা আর ঘটবে না। মায়েদের সমাধির সামনে এসে এইভাবে কেঁদে আর অজ্ঞান হতে হবে না। এটাই শপথ।" আজ দাড়িভিটের সমাধিস্থল থেকে একথা বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের দাড়িভিটের স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই পড়ুয়ার। নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ। দাড়িভিটকাণ্ডের পর প্রায় ছ'মাস পেরিয়ে গেলেও এখনও CBI তদন্তের দাবিতে সৎকার করা হয়নি নিহত দুই পড়ুয়ার মৃতদেহ। সমাধিস্থ করা হয়েছে। আজ দাড়িভিটে তাদের সমাধিস্থল থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করলেন দেবশ্রী।
আগামীদিনে BJP ক্ষমতায় এলে CBI তদন্তের দাবিতে আরও জোরদার আন্দোলন করা হবে কি না জানতে চাওয়া হলে দেবশ্রী বলেন, "আমরা এর শেষ দেখে ছাড়ব। আগেও বলেছি আজও বলছি।"
গতকাল রায়গঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, দাড়িভিট থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন। কথামতো আজ প্রথমেরায়গঞ্জ, করণদিঘি, কানকি, পাঞ্জিপাড়ার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। তারপর দাড়িভিটের উদ্দেশে রওনা দেন। নিহত তাপস বর্মণের বাড়ি যান। উল্লেখ্য, তাপস বর্মণের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে BJP-র দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। আজ সেই কার্যালয়েরও উদ্বোধন করেন তিনি। রাজেশ সরকারের মা ঝরনা সরকারের সঙ্গেও দেখা করেন। এরপর সোজা দোলঞ্চা নদীর পাড়ে সমাধিস্থলে যান।