ETV Bharat / state

হোম কোয়ারান্টাইনের নোটিস লাগাতে বাধা , স্বাস্থ্যকর্মীদের ফেরালেন দেবশ্রী চৌধুরি

author img

By

Published : Apr 4, 2020, 5:22 PM IST

আজ রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরির বাড়িতে হোম কোয়ারান্টাইনের নোটিস লাগাতে গিয়েছিলেন কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীরা ৷ কিন্তু তাঁদের কাজে বাধা দেন দেবশ্রী চৌধুরি ৷ তিনি জানান , তাঁর বাড়িতে হোম কোয়ারান্টাইনের নোটিস লাগালে অযথা মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন । সেকারণেই বাধা ।

Debashree Chowdhury
স্বাস্থ্যকর্মীদের ফেরালেন দেবশ্রী চৌধুরি

রায়গঞ্জ , 4 এপ্রিল : স্বাস্থ্য কর্মীরা হোম কোয়ারান্টাইনের নোটিস লাগাতে এলে তাঁদের ফিরিয়ে দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । একজন দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রীর এই আচরণে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের চণ্ডীতলা এলাকায় । কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরির দাবি, তিনি নিজেই হোম কোয়ারান্টাইনে ছিলেন এবং আছেন । এই নোটিস লাগালে অহেতুক আতঙ্ক ছড়াবে বলেই তা লাগাতে দেওয়া হয়নি ।

কোরোনা মোকাবিলার জন্য 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷কিন্তু সামাজিক দূরত্ব না মানার পাশাপাশি হোম কোয়ারান্টাইনে না থাকার অভিযোগ উঠেছে রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরির বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর জেলাশাসকের দ্বারস্থও হয়েছেন ।অভিযোগ ,দিল্লি থেকে ফিরে এসে সামাজিক দূরত্ব বজায় না রেখেই তিনি রায়গঞ্জ শহরের মানুষকে মাস্ক বিতরণ করেছিলেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল । শনিবার , কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরির চণ্ডীতলার বাড়িতে গিয়ে কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীরা তাঁর বাড়িতে হোম কোয়ারান্টাইনের নোটিস লাগাতে যান ৷ কিন্তু সেই সময় তাঁদের বাধা দেন দেবশ্রী চৌধুরি ।

এপ্রসঙ্গে তিনি জানান , তিনি নিজেই হোম কেয়ারান্টাইনে রয়েছেন । কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রায়গঞ্জের মানুষকে সচেতন করতে এবং মাস্ক বিতরণ করতে একদিন শহরে বেরিয়েছিলেন । তাঁর বাড়িতে হোম কোয়ারান্টাইনের নোটিশ লাগালে অযথা মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন । সেকারণেই সেই নোটিশ লাগাতে দেননি । তবে তিনি বর্তমানে হোম কোয়ারান্টাইনেই রয়েছেন ।

রায়গঞ্জ , 4 এপ্রিল : স্বাস্থ্য কর্মীরা হোম কোয়ারান্টাইনের নোটিস লাগাতে এলে তাঁদের ফিরিয়ে দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । একজন দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রীর এই আচরণে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের চণ্ডীতলা এলাকায় । কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরির দাবি, তিনি নিজেই হোম কোয়ারান্টাইনে ছিলেন এবং আছেন । এই নোটিস লাগালে অহেতুক আতঙ্ক ছড়াবে বলেই তা লাগাতে দেওয়া হয়নি ।

কোরোনা মোকাবিলার জন্য 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷কিন্তু সামাজিক দূরত্ব না মানার পাশাপাশি হোম কোয়ারান্টাইনে না থাকার অভিযোগ উঠেছে রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরির বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর জেলাশাসকের দ্বারস্থও হয়েছেন ।অভিযোগ ,দিল্লি থেকে ফিরে এসে সামাজিক দূরত্ব বজায় না রেখেই তিনি রায়গঞ্জ শহরের মানুষকে মাস্ক বিতরণ করেছিলেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল । শনিবার , কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরির চণ্ডীতলার বাড়িতে গিয়ে কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীরা তাঁর বাড়িতে হোম কোয়ারান্টাইনের নোটিস লাগাতে যান ৷ কিন্তু সেই সময় তাঁদের বাধা দেন দেবশ্রী চৌধুরি ।

এপ্রসঙ্গে তিনি জানান , তিনি নিজেই হোম কেয়ারান্টাইনে রয়েছেন । কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রায়গঞ্জের মানুষকে সচেতন করতে এবং মাস্ক বিতরণ করতে একদিন শহরে বেরিয়েছিলেন । তাঁর বাড়িতে হোম কোয়ারান্টাইনের নোটিশ লাগালে অযথা মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন । সেকারণেই সেই নোটিশ লাগাতে দেননি । তবে তিনি বর্তমানে হোম কোয়ারান্টাইনেই রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.