ETV Bharat / state

ডোবা থেকে উদ্ধার শিক্ষকের মৃতদেহ - চোপড়া পুলিশ

চোপড়া থানার নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরি মোড় এলাকার একটি ডোবার মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । খবর ছড়িয়ে পড়তেই আশপাশ থেকে বহু মানুষ সেখানে জড়ো হয় ।

Dead body recover
Dead body recover
author img

By

Published : Sep 27, 2020, 4:19 PM IST

রায়গঞ্জ, 27 সেপ্টেম্বর : ডোবা থেকে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার । জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম পলাশ অধিকারী । বাড়ি চোপড়া থানার কালাগছে এলাকায় । বাকসাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন পলাশবাবু । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

চোপড়া থানার নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরি মোড় এলাকার একটি ডোবার মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । খবর জানাজানি হতেই আশপাশ থেকে বহু মানুষ এসে জড়ো হয় । খবর দেওয়া হয় পুলিশেও । স্থানীয় বাসিন্দা নৈরিৎ বর্মণ বলেন, " মৃতদেহ ভেসে থাকার কথা লোক মুখে জানতে পারি সকালে । ঘটনাস্থানে গিয়ে জানতে পারি মৃতের নাম পলাশ অধিকারী । বাড়ি কালাগছে এলাকায় । কীভাবে তিনি ওই জায়গায় এসে ডোবার মধ্যে পড়লেন সেটা জানা যায়নি । পুলিশকে জানানো হয়েছে বিষয়টি । "

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানায় পুলিশ । দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

রায়গঞ্জ, 27 সেপ্টেম্বর : ডোবা থেকে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার । জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম পলাশ অধিকারী । বাড়ি চোপড়া থানার কালাগছে এলাকায় । বাকসাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন পলাশবাবু । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

চোপড়া থানার নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরি মোড় এলাকার একটি ডোবার মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । খবর জানাজানি হতেই আশপাশ থেকে বহু মানুষ এসে জড়ো হয় । খবর দেওয়া হয় পুলিশেও । স্থানীয় বাসিন্দা নৈরিৎ বর্মণ বলেন, " মৃতদেহ ভেসে থাকার কথা লোক মুখে জানতে পারি সকালে । ঘটনাস্থানে গিয়ে জানতে পারি মৃতের নাম পলাশ অধিকারী । বাড়ি কালাগছে এলাকায় । কীভাবে তিনি ওই জায়গায় এসে ডোবার মধ্যে পড়লেন সেটা জানা যায়নি । পুলিশকে জানানো হয়েছে বিষয়টি । "

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানায় পুলিশ । দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.