রায়গঞ্জ, 15 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে সোনা গচ্ছিত রেখে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন কয়েকজন গ্রাহক । বিষয়টি নিয়ে তাঁরা সোমবার ব্যাঙ্কের সামনে বিক্ষোভও দেখান । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন গ্রাহকরা ।
গ্রাহকদের অভিযোগ, তাঁরা ব্যাঙ্কের কাছে সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন । কিন্তু ঋণ শোধের পর তাঁদের যে গয়না ফেরত দেওয়া হচ্ছে তা, তাঁদের নয় । তা ছাড়া সেই ফেরত দেওয়া গয়নার সোনার মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকরা । যদিও গ্রাহকদের এই অভিযোগ প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি । গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ব্যাঙ্কে যায় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।
গ্রাহকদের একাংশের অভিযোগ, তাঁরা সোনার গয়না বন্ধক রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা থেকে ঋণ নিয়েছিলেন । গয়না বন্ধক রাখার জন্য ব্যাঙ্ক তাঁদের রসিদও দিয়েছিল । কিন্তু ঋণ শোধ করার পর তাঁদের যে সোনার গয়না ফেরত দেওয়া হচ্ছে তা তাঁদের নয় । অনেক গ্রাহকের এমনও অভিযোগ যে, নকল সোনার গয়না ফেরত দেওয়া হচ্ছে । একাধিক গ্রাহক গতকাল এই অভিযোগে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান ।
জোৎস্না বর্মণ নামে এক গৃহবধূ বলেন, "বছর দুয়েক আগে সোনার হার জমা রেখে ৭৫ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। কিন্তু ঋণের টাকা শোধ করার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাকে সোনার হারের বদলে একটি চূড় ফেরত দেয় । এখানেই শেষ নয়, যে চূড়টি দেওয়া হয়েছে তা নকল সোনার।" হীরেন্দ্র নাথ দে নামে এক গ্রাহক অভিযোগ করেন, "ব্যাঙ্ক স্থানীয় যে স্বর্ণ ব্যবসায়ীকে গ্যারেন্টার রেখেছে তার বিরুদ্ধে আগে নানা অভিযোগ রয়েছে । কিছুদিন ধরে সে দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে । এ থেকেই বোঝা যাচ্ছে বড়মাপের দূর্নীতি হয়েছে । পুলিশ ঘটনার সত্যতা যাচাই করুক। "