ETV Bharat / state

ব্যাঙ্কে হার বন্ধক রেখেছিলেন, ঋণশোধের পর ফেরত পেলেন চূড় - bank cheats customers

গ্রাহকদের অভিযোগ, তাঁরা ব্যাঙ্কের কাছে সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন । কিন্তু ঋণ শোধের পর তাঁদের যে গয়না ফেরত দেওয়া হচ্ছে তা, তাঁদের নয় । তা ছাড়া সেই ফেরত দেওয়া গয়নার সোনার মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকরা । যদিও গ্রাহকদের এই অভিযোগ প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি । গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ব্যাঙ্কে যায় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

gold
author img

By

Published : Oct 15, 2019, 2:42 AM IST

রায়গঞ্জ, 15 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে সোনা গচ্ছিত রেখে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন কয়েকজন গ্রাহক । বিষয়টি নিয়ে তাঁরা সোমবার ব্যাঙ্কের সামনে বিক্ষোভও দেখান । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন গ্রাহকরা ।

গ্রাহকদের অভিযোগ, তাঁরা ব্যাঙ্কের কাছে সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন । কিন্তু ঋণ শোধের পর তাঁদের যে গয়না ফেরত দেওয়া হচ্ছে তা, তাঁদের নয় । তা ছাড়া সেই ফেরত দেওয়া গয়নার সোনার মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকরা । যদিও গ্রাহকদের এই অভিযোগ প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি । গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ব্যাঙ্কে যায় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

গ্রাহকদের একাংশের অভিযোগ, তাঁরা সোনার গয়না বন্ধক রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা থেকে ঋণ নিয়েছিলেন । গয়না বন্ধক রাখার জন্য ব্যাঙ্ক তাঁদের রসিদও দিয়েছিল । কিন্তু ঋণ শোধ করার পর তাঁদের যে সোনার গয়না ফেরত দেওয়া হচ্ছে তা তাঁদের নয় । অনেক গ্রাহকের এমনও অভিযোগ যে, নকল সোনার গয়না ফেরত দেওয়া হচ্ছে । একাধিক গ্রাহক গতকাল এই অভিযোগে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান ।

জোৎস্না বর্মণ নামে এক গৃহবধূ বলেন, "বছর দুয়েক আগে সোনার হার জমা রেখে ৭৫ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। কিন্তু ঋণের টাকা শোধ করার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাকে সোনার হারের বদলে একটি চূড় ফেরত দেয় । এখানেই শেষ নয়, যে চূড়টি দেওয়া হয়েছে তা নকল সোনার।" হীরেন্দ্র নাথ দে নামে এক গ্রাহক অভিযোগ করেন, "ব্যাঙ্ক স্থানীয় যে স্বর্ণ ব্যবসায়ীকে গ্যারেন্টার রেখেছে তার বিরুদ্ধে আগে নানা অভিযোগ রয়েছে । কিছুদিন ধরে সে দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে । এ থেকেই বোঝা যাচ্ছে বড়মাপের দূর্নীতি হয়েছে । পুলিশ ঘটনার সত্যতা যাচাই করুক। "

রায়গঞ্জ, 15 অক্টোবর : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে সোনা গচ্ছিত রেখে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন কয়েকজন গ্রাহক । বিষয়টি নিয়ে তাঁরা সোমবার ব্যাঙ্কের সামনে বিক্ষোভও দেখান । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন গ্রাহকরা ।

গ্রাহকদের অভিযোগ, তাঁরা ব্যাঙ্কের কাছে সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন । কিন্তু ঋণ শোধের পর তাঁদের যে গয়না ফেরত দেওয়া হচ্ছে তা, তাঁদের নয় । তা ছাড়া সেই ফেরত দেওয়া গয়নার সোনার মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকরা । যদিও গ্রাহকদের এই অভিযোগ প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি । গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ব্যাঙ্কে যায় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

গ্রাহকদের একাংশের অভিযোগ, তাঁরা সোনার গয়না বন্ধক রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখা থেকে ঋণ নিয়েছিলেন । গয়না বন্ধক রাখার জন্য ব্যাঙ্ক তাঁদের রসিদও দিয়েছিল । কিন্তু ঋণ শোধ করার পর তাঁদের যে সোনার গয়না ফেরত দেওয়া হচ্ছে তা তাঁদের নয় । অনেক গ্রাহকের এমনও অভিযোগ যে, নকল সোনার গয়না ফেরত দেওয়া হচ্ছে । একাধিক গ্রাহক গতকাল এই অভিযোগে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান ।

জোৎস্না বর্মণ নামে এক গৃহবধূ বলেন, "বছর দুয়েক আগে সোনার হার জমা রেখে ৭৫ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। কিন্তু ঋণের টাকা শোধ করার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাকে সোনার হারের বদলে একটি চূড় ফেরত দেয় । এখানেই শেষ নয়, যে চূড়টি দেওয়া হয়েছে তা নকল সোনার।" হীরেন্দ্র নাথ দে নামে এক গ্রাহক অভিযোগ করেন, "ব্যাঙ্ক স্থানীয় যে স্বর্ণ ব্যবসায়ীকে গ্যারেন্টার রেখেছে তার বিরুদ্ধে আগে নানা অভিযোগ রয়েছে । কিছুদিন ধরে সে দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে । এ থেকেই বোঝা যাচ্ছে বড়মাপের দূর্নীতি হয়েছে । পুলিশ ঘটনার সত্যতা যাচাই করুক। "

Intro:রায়গঞ্জ, ১৪ অক্টোবরঃ- একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে সোনা গচ্ছিত রেখে প্রতারণার শিকার হয়েছেন এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকরা। তাদের অভিযোগ ঋণ শোধ হয়ে যাওয়ার পর তাদেরকে যে গহনা ফেরত দেওয়া হচ্ছে তা তাদের নয়। এছাড়াও সেই গহনা কে সোনার বলে মেনে নিতে চাইছেন না গ্রাহকরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। গ্রাহকদের দাবি তাদের গচ্ছিত সোনার পরিবর্তে অন্য নকল সোনা তাদের ফেরত দিচ্ছে ওই ব্যাংকের কর্মচারীরা প্রশ্ন করায় সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তারা। যদিও ব্যাংকের কর্মচারীরা এদিনেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ঘটনার খবর পেয়ে ব্যাংকে পৌঁছায় কালিয়াগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।

গ্রাহকদের অভিযোগ বিভিন্ন প্রয়োজনে নিজেদের বাড়িতে থাকা সোনার গহনা গচ্ছিত রেখে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ওই এলাকার কিছু পরিবার।ঋণ নেওয়ার সময়ে তারা যে গহনা রেখেছিলেন তার রসিদও পেয়েছেন তারা।কিন্তু ধার শোধ করে তাদের জিনিস ফেরত নিতে এসেই সমস্যায় পড়েন তারা।নিজেদের আসল সোনার গহনার পরিবর্তে নকল জিনিস ফেরত দিয়েছে ব্যাঙ্ক।এমনই অভিযোগ তুলে এদিন ব্যাঙ্কে ভিড় জমান তারা।বিক্ষোভ শুরু করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। জোৎস্না বর্মন নামে এক গৃহবধূ বলেন, বছর দুয়েক আগে বাঘন এলাকার ব্যাঙ্কের শাখা থেকে তার নিজের সোনার হার জমা রেখে ৭৫ হাজার টাকা ঋন নিয়েছিলাম। ঋনের টাকা পরিশোধ করার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাকে সোনার হারের বদলে একটি চুড় ফেরত দেয়।এখানেই শেষ নয় যে চুড়টি দেওয়া হয়েছে তা নকল সোনা। এছড়াও এলাকা হীরেন্দ্র নাথ দে অভিযোগ করে বলেন ব্যাঙ্ক এলাকার এক সোনার দোকানদার কে গেরেন্টার বানিয়েছে তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে।সে এখন তার দোকান বন্ধ রেখে নিখোজ।ফলে বোঝাই যায় ব্যাঙ্ক এই দুর্নিতীর সাথে যুক্ত রয়েছে। পুলিশ ঘটনা সত্যতা যাচাই করুর। এদিকে ব্যাঙ্ক এই বিষয়ে কিছু বলতে চায়নি।

বাইটঃ- ১)হিরেন্দ্র নাথ দে ( এলাকাবা)
২) যোৎস্না বর্মন (ঋন গ্রাহক)Body:AjConclusion:Aj
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.