ETV Bharat / state

মানা হচ্ছে না কোভিড বিধি, ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ - কোভিড

এলাকায় মানা হচ্ছে না কোভিধ বিধি, অভিযোগ পেয়েই ইসলামপুর এলাকা পরিদর্শনে যান সপ্তর্ষি নাগ ৷ সঙ্গে ছিলেন মহকুমা প্রশাসনের পুরো টিম ৷ গোটা এলাকা ঘুরে যে সব দোকান খোলা ছিল সেইসব দোকান তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দেন সপ্তর্ষি ৷

ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ
ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ
author img

By

Published : May 9, 2021, 11:49 AM IST

রায়গঞ্জ, 9মে : ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ । কোভিডের দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতে সম্প্রতি রাজ্য সরকারের তরফে আংশিক লকডাউনের নির্দেশিকা জারি করা হয় । তবে ইসলামপুর শহরে অধিকাংশ ক্ষেত্রেই সেই নির্দেশিকা মানা হচ্ছে না এমনই অভিযোগ আসতে শুরু করেছিল মহকুমা শাসকের কাছে ৷ তাই শনিবার নিজেই বেরিয়ে পড়লেন এলাকা পরিদর্শনে ৷

এলাকায় মানা হচ্ছে না কোভিধ বিধি, অভিযোগ পেয়েই ইসলামপুর এলাকা পরিদর্শনে যান সপ্তর্ষি নাগ ৷ সঙ্গে ছিলেন মহকুমা প্রশাসনের পুরো টিম ৷ গোটা এলাকা ঘুরে যে সব দোকান খোলা ছিল সেইসব দোকান তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দেন সপ্তর্ষি ৷ কেউ কেউ আবার মহকুমা শাসককে দেখতে পেয়ে নিজে থেকেই দোকান বন্ধ করে দেন ৷

ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ

মহকুমা শাসক সপ্তর্ষি নাগ বলেন, "বেশ কিছুদিন ধরে খবর আসছিল এলাকায় করোনাবিধি অমান্য করা হচ্ছে ৷ তাই এলাকার মানুষদের সচেতন করতে আমি এবং আমাদের কোভিড টাস্ক ফোর্স টিম টহল দিতে বেরিয়েছি ৷ অত্যাবশ্যকীয় সামগ্রীর বাইরে দোকানপাট খোলা থাকলেই সেখানে মানুষ ভিড় জমাচ্ছেন । তাই সেইসব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছি ৷ ব্যবসায়ীরা কথা দিয়েছেন, তাঁরা কোভিড নির্দেশিকা পালন করবেন। " টাস্ক ফোর্সের সদস্যরাও আগামীতে বিষয়টিতে নজরদারি চালিয়ে যাবে বলে জানান মহকুমা শাসক ৷

আরও পড়ুন : মাঠে পেকে ধান, সংক্রমণের ভয়ে মিলছে না মজুর

রায়গঞ্জ, 9মে : ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ । কোভিডের দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতে সম্প্রতি রাজ্য সরকারের তরফে আংশিক লকডাউনের নির্দেশিকা জারি করা হয় । তবে ইসলামপুর শহরে অধিকাংশ ক্ষেত্রেই সেই নির্দেশিকা মানা হচ্ছে না এমনই অভিযোগ আসতে শুরু করেছিল মহকুমা শাসকের কাছে ৷ তাই শনিবার নিজেই বেরিয়ে পড়লেন এলাকা পরিদর্শনে ৷

এলাকায় মানা হচ্ছে না কোভিধ বিধি, অভিযোগ পেয়েই ইসলামপুর এলাকা পরিদর্শনে যান সপ্তর্ষি নাগ ৷ সঙ্গে ছিলেন মহকুমা প্রশাসনের পুরো টিম ৷ গোটা এলাকা ঘুরে যে সব দোকান খোলা ছিল সেইসব দোকান তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দেন সপ্তর্ষি ৷ কেউ কেউ আবার মহকুমা শাসককে দেখতে পেয়ে নিজে থেকেই দোকান বন্ধ করে দেন ৷

ইসলামপুর সড়কে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ

মহকুমা শাসক সপ্তর্ষি নাগ বলেন, "বেশ কিছুদিন ধরে খবর আসছিল এলাকায় করোনাবিধি অমান্য করা হচ্ছে ৷ তাই এলাকার মানুষদের সচেতন করতে আমি এবং আমাদের কোভিড টাস্ক ফোর্স টিম টহল দিতে বেরিয়েছি ৷ অত্যাবশ্যকীয় সামগ্রীর বাইরে দোকানপাট খোলা থাকলেই সেখানে মানুষ ভিড় জমাচ্ছেন । তাই সেইসব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছি ৷ ব্যবসায়ীরা কথা দিয়েছেন, তাঁরা কোভিড নির্দেশিকা পালন করবেন। " টাস্ক ফোর্সের সদস্যরাও আগামীতে বিষয়টিতে নজরদারি চালিয়ে যাবে বলে জানান মহকুমা শাসক ৷

আরও পড়ুন : মাঠে পেকে ধান, সংক্রমণের ভয়ে মিলছে না মজুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.