ETV Bharat / state

বন্ধ মেলা-বাজার, করোনার কোপে ধুঁকছে মালগাঁওয়ের কার্পেট শিল্প - করোনাভাইরাস

বন্ধ হস্তশিল্প মেলা, দেশ-বিদেশের বাজার ৷ বন্ধ রয়েছে উত্পাদন ৷ করোনাভাইরাসের কোপে চরম দুর্দশায় উত্তর দিনাজপুরের অন্যতম ঐতিহ্যবাহী কার্পেট শিল্প ।

covid effect on carpet industry from raiganj
বন্ধ মেলা-বাজার, করোনার কোপে ধুঁকছে মালগাঁওয়ের কার্পেট শিল্প
author img

By

Published : May 12, 2021, 1:33 PM IST

Updated : May 12, 2021, 6:09 PM IST

রায়গঞ্জ, 12 মে: করোনার কোপে ধুঁকছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী হস্তশিল্প কার্পেট শিল্প । বিদেশের বাজারে সমাদৃত জেলার তৈরি কার্পেট শিল্পীদের ঘরেই পড়ে থাকছে । করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে উৎপাদিত কার্পেট একদিকে যেমন রফতানি করা বন্ধ হয়ে গিয়েছে, তেমনি দেশীয় বাজারেও ব্যাপক মন্দা দেখা দিয়েছে । দেশের বিভিন্ন প্রান্তে যে সরকারি বেসরকারি হস্তশিল্প মেলাগুলি হত, সেগুলিও হচ্ছে না । ফলে চরম আর্থিক সংকটে জেরবার জেলার কার্পেট শিল্পীরা ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের কয়েকশো বাসিন্দা কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত । এখানকার কার্পেট শিল্পীদের নিপুণ হাতের কাজে সুদৃশ্য কার্পেট দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে ৷ এই রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য এমনকী বিদেশেও ব্যাপক কদর রয়েছে এই কার্পেটের । আমেরিকা থেকে ব্রিটেন - বিভিন্ন দেশের শহরগুলোর প্রাসাদ অট্টালিকার মেঝেতে শোভা বর্ধন করে কালিয়াগঞ্জের মালগাঁওয়ের শিল্পীদের তৈরি কার্পেট । দিল্লি, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদেও এখানকার তৈরি কার্পেটের ব্যাপক চাহিদা ।

কিন্তু 2020 সাল থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জারি হওয়া লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে দেশ ও বিদেশের বাজার । বন্ধ রাজ্য তথা দেশজুড়ে হওয়া সরকারি বেসরকারি হস্তশিল্প মেলাও । এ বছর করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াতে সংকট আরও বেড়েছে ৷ পুরোপুরি বন্ধ কার্পেট তৈরির কাজ । কার্পেট শিল্পী ও শ্রমিকেরা করোনার আতঙ্কে কেউই আর কাজে আসছে না । ফলে এই এলাকার প্রায় 600 কার্পেট শিল্পী ও শ্রমিক কাজ হারিয়ে প্রবল কষ্টে দিন কাটাচ্ছেন ৷ কার্পেট তৈরির কাঁচামালও পড়ে থেকে নষ্ট হচ্ছে । চরম ক্ষতির মুখে পড়েছে মালগাঁওয়ের কার্পেট শিল্প ।

আরও পড়ুন: করোনা সেরেছে, তাও হঠাৎই মারা গেলেন রোগী, ডি-ডাইমার নয়তো ?

কার্পেট শিল্পী আবু তাহের বললেন, করোনা তাঁদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে । কীভাবে যে এই শিল্পকে বাঁচানো যায়, তার কোনও দিশা তাঁরা খুঁজে পাচ্ছেন না । সরকারের কাছে বহুবার দরবার করেও কোনও ফল হয়নি বলে তাঁদের অভিযোগ । এমন অবস্থা চলতে থাকলে জেলার ঐতিহ্যশালী কার্পেট শিল্পটাই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা ।

বন্ধ মেলা-বাজার, করোনার কোপে ধুঁকছে মালগাঁওয়ের কার্পেট শিল্প

কার্পেট তৈরির শ্রমিক সামিম রিয়াজ জানালেন, প্রায় দুবছর ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে । জমি বাড়ি বন্ধক রেখে সংসার প্রতিপালন করতে হচ্ছে । করোনার কারণে রাজ্য ও দেশজুড়ে যে হস্তশিল্প মেলা হত, তাও বন্ধ ৷ কার্পেট তৈরি করছেন না মহাজনেরা । স্বাভাবিকভাবেই খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটছে তাঁদের জীবন ৷

কবে পরিস্থিতি স্বাভাবিক হয়, কবে ফের তাঁরা কাজে ফিরতে পারেন, সেই অপেক্ষায় দিন গুনছেন মালগাঁওয়ের কার্পেট শিল্পীরা ৷

রায়গঞ্জ, 12 মে: করোনার কোপে ধুঁকছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী হস্তশিল্প কার্পেট শিল্প । বিদেশের বাজারে সমাদৃত জেলার তৈরি কার্পেট শিল্পীদের ঘরেই পড়ে থাকছে । করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে উৎপাদিত কার্পেট একদিকে যেমন রফতানি করা বন্ধ হয়ে গিয়েছে, তেমনি দেশীয় বাজারেও ব্যাপক মন্দা দেখা দিয়েছে । দেশের বিভিন্ন প্রান্তে যে সরকারি বেসরকারি হস্তশিল্প মেলাগুলি হত, সেগুলিও হচ্ছে না । ফলে চরম আর্থিক সংকটে জেরবার জেলার কার্পেট শিল্পীরা ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের কয়েকশো বাসিন্দা কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত । এখানকার কার্পেট শিল্পীদের নিপুণ হাতের কাজে সুদৃশ্য কার্পেট দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে ৷ এই রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য এমনকী বিদেশেও ব্যাপক কদর রয়েছে এই কার্পেটের । আমেরিকা থেকে ব্রিটেন - বিভিন্ন দেশের শহরগুলোর প্রাসাদ অট্টালিকার মেঝেতে শোভা বর্ধন করে কালিয়াগঞ্জের মালগাঁওয়ের শিল্পীদের তৈরি কার্পেট । দিল্লি, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদেও এখানকার তৈরি কার্পেটের ব্যাপক চাহিদা ।

কিন্তু 2020 সাল থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জারি হওয়া লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে দেশ ও বিদেশের বাজার । বন্ধ রাজ্য তথা দেশজুড়ে হওয়া সরকারি বেসরকারি হস্তশিল্প মেলাও । এ বছর করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াতে সংকট আরও বেড়েছে ৷ পুরোপুরি বন্ধ কার্পেট তৈরির কাজ । কার্পেট শিল্পী ও শ্রমিকেরা করোনার আতঙ্কে কেউই আর কাজে আসছে না । ফলে এই এলাকার প্রায় 600 কার্পেট শিল্পী ও শ্রমিক কাজ হারিয়ে প্রবল কষ্টে দিন কাটাচ্ছেন ৷ কার্পেট তৈরির কাঁচামালও পড়ে থেকে নষ্ট হচ্ছে । চরম ক্ষতির মুখে পড়েছে মালগাঁওয়ের কার্পেট শিল্প ।

আরও পড়ুন: করোনা সেরেছে, তাও হঠাৎই মারা গেলেন রোগী, ডি-ডাইমার নয়তো ?

কার্পেট শিল্পী আবু তাহের বললেন, করোনা তাঁদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে । কীভাবে যে এই শিল্পকে বাঁচানো যায়, তার কোনও দিশা তাঁরা খুঁজে পাচ্ছেন না । সরকারের কাছে বহুবার দরবার করেও কোনও ফল হয়নি বলে তাঁদের অভিযোগ । এমন অবস্থা চলতে থাকলে জেলার ঐতিহ্যশালী কার্পেট শিল্পটাই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা ।

বন্ধ মেলা-বাজার, করোনার কোপে ধুঁকছে মালগাঁওয়ের কার্পেট শিল্প

কার্পেট তৈরির শ্রমিক সামিম রিয়াজ জানালেন, প্রায় দুবছর ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে । জমি বাড়ি বন্ধক রেখে সংসার প্রতিপালন করতে হচ্ছে । করোনার কারণে রাজ্য ও দেশজুড়ে যে হস্তশিল্প মেলা হত, তাও বন্ধ ৷ কার্পেট তৈরি করছেন না মহাজনেরা । স্বাভাবিকভাবেই খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটছে তাঁদের জীবন ৷

কবে পরিস্থিতি স্বাভাবিক হয়, কবে ফের তাঁরা কাজে ফিরতে পারেন, সেই অপেক্ষায় দিন গুনছেন মালগাঁওয়ের কার্পেট শিল্পীরা ৷

Last Updated : May 12, 2021, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.