ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় নিজেদের একদিনের বেতন দান রায়গঞ্জের পুলিশকর্মীদের - coronavirus latest news

"রায়গঞ্জ জেলা পুলিশের অধীনস্থ সমস্ত পুলিশকর্মীরা তাঁদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন । সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা জমা করতে পারব বলে আশা করছি ।" জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার

Police donates
Police donates
author img

By

Published : Mar 27, 2020, 2:29 PM IST

রায়গঞ্জ, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় ত্রাণ তহবিল তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ ইতিমধ্যেই সেই তহবিলে অর্থ দান করে সাহায্য করেছেন রাজ্যের বিধায়করা ৷ পাশাপাশি সাহায্য করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলিও ৷ এবার সেই ত্রাণ তহবিলে নিজেদের এক দিনের আয় করা অর্থ দান করার কথা জানালেন রায়গঞ্জ জেলা পুলিশের কর্মীরা ৷

রায়গঞ্জ জেলা পুলিশের অন্তরগত সমস্ত থানার সবস্তরের পুলিশকর্মীরা তাঁদের নিজেদের বেতনের থেকে একদিনের টাকা মুখ্যমন্ত্রীর তৈরি কোরোনা ত্রাণ তহবিলের দান করবেন । রায়গঞ্জ জেলা পুলিশের তরফে কোরোনা মোকাবিলার জন্য নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এটি অন্যতম বলে দাবি করেছেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা । জেলা পুলিশ আধিকারিকদের দাবি প্রায় সব মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেবেন তাঁরা ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সম্প্রতি রাজ্য সরকার "ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড" নামে একটি তহবিল তৈরি করেছে । রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, তাঁদের সাধ্যমতো এই তহবিলে আর্থিক সাহায্য করার জন্য । সেই আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকেরা গতকাল রাতে একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "কেন্দ্র এবং রাজ্য সরকার কোরোনা মোকাবিলায় একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে । আমরা তাতে অংশগ্রহণ করতে উদ্যোগী হয়েছি । রায়গঞ্জ জেলা পুলিশের অধীনস্থ সমস্ত পুলিশকর্মীরা তাঁদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন । সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা জমা করতে পারব বলে আশা করছি ।"

রায়গঞ্জ, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় ত্রাণ তহবিল তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ ইতিমধ্যেই সেই তহবিলে অর্থ দান করে সাহায্য করেছেন রাজ্যের বিধায়করা ৷ পাশাপাশি সাহায্য করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলিও ৷ এবার সেই ত্রাণ তহবিলে নিজেদের এক দিনের আয় করা অর্থ দান করার কথা জানালেন রায়গঞ্জ জেলা পুলিশের কর্মীরা ৷

রায়গঞ্জ জেলা পুলিশের অন্তরগত সমস্ত থানার সবস্তরের পুলিশকর্মীরা তাঁদের নিজেদের বেতনের থেকে একদিনের টাকা মুখ্যমন্ত্রীর তৈরি কোরোনা ত্রাণ তহবিলের দান করবেন । রায়গঞ্জ জেলা পুলিশের তরফে কোরোনা মোকাবিলার জন্য নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এটি অন্যতম বলে দাবি করেছেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা । জেলা পুলিশ আধিকারিকদের দাবি প্রায় সব মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেবেন তাঁরা ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সম্প্রতি রাজ্য সরকার "ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড" নামে একটি তহবিল তৈরি করেছে । রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, তাঁদের সাধ্যমতো এই তহবিলে আর্থিক সাহায্য করার জন্য । সেই আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকেরা গতকাল রাতে একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "কেন্দ্র এবং রাজ্য সরকার কোরোনা মোকাবিলায় একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে । আমরা তাতে অংশগ্রহণ করতে উদ্যোগী হয়েছি । রায়গঞ্জ জেলা পুলিশের অধীনস্থ সমস্ত পুলিশকর্মীরা তাঁদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন । সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা জমা করতে পারব বলে আশা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.