ETV Bharat / state

কোয়ারানটিনে যাননি, চিকিৎসক সহ তিনজনের আচরণে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা - রায়গঞ্জের চিকিৎসক সহ 2 স্বাস্থ্যকর্মীর কোয়ারানটিনে থাকা নিয়ে ধোঁয়াশা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁর সংস্পর্শে এসেছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও অ্যাকাউন্ট্যান্ট ।

রায়গঞ্জ
রায়গঞ্জ
author img

By

Published : May 2, 2020, 12:09 AM IST

রায়গঞ্জ, 1 মে: রায়গঞ্জ মেডিকেল কলেজের এক চিকিৎসক, এক নার্স ও অ্যাকাউন্ট্যান্টের কোয়ারানটিনে থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে স্বাস্থ্যভবনের বাসে রায়গঞ্জে পৌঁছান ওই তিনজন । এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনিও ওই বাসে ছিলেন । তাঁর সংস্পর্শে এসেছিলেন এই রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও অ্যাকাউন্ট্যান্ট । স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকদের একাংশের দাবি, রায়গঞ্জ মেডিকেল কলেজে আসার পর ওই তিনজন স্বাভাবিকভাবে কাজকর্ম করেছিলেন । আর তা থেকেই আতঙ্ক তৈরি হয়েছে অন্যদের মধ্যে । যদিও মেডিকেলের অধ্যক্ষের দাবি, গতকাল রায়গঞ্জে আসার পর থেকেই তাঁদের কোয়ারানটিনে রাখার বন্দোবস্ত করা হয়েছিল ।

নাম প্রকাশে অনিচ্ছুক রায়গঞ্জ মেডিকেল কলেজের এক কর্মী জানিয়েছেন, "ওই তিনজন রায়গঞ্জে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই কাজ করছিলেন । তাঁদের আলাদা করে কোয়ারানটিনে রাখার কোনও বন্দোবস্ত করেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । এই বিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকদেরকেও তাঁরা কিছু জানাননি । এমনকী উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক পজ়িটিভ হওয়ার পরও কোনরকম দায়িত্বশীল আচরণ করেননি।" আজ তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে দাবি করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এখনও রিপোর্ট আসেনি । ওই চিকিৎসকদের আচরণে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা । তাঁদের অভিযোগ, নিজেদের পেশার প্রতি অবিচার করেছেন তাঁরা ।

এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, "আমরা ওই তিনজনকে আগেভাগেই আইসোলেশনে পাঠিয়েছিলাম । আজ তাঁদের লালারস পরীক্ষা করার জন্য মালদায় পাঠানো হয়েছে । রিপোর্টের অপেক্ষায় রয়েছি । যদিও তাঁদের মধ্যে কোনওরকম উপসর্গ পাওয়া যায়নি । আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি ।"

রায়গঞ্জ, 1 মে: রায়গঞ্জ মেডিকেল কলেজের এক চিকিৎসক, এক নার্স ও অ্যাকাউন্ট্যান্টের কোয়ারানটিনে থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে স্বাস্থ্যভবনের বাসে রায়গঞ্জে পৌঁছান ওই তিনজন । এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনিও ওই বাসে ছিলেন । তাঁর সংস্পর্শে এসেছিলেন এই রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও অ্যাকাউন্ট্যান্ট । স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকদের একাংশের দাবি, রায়গঞ্জ মেডিকেল কলেজে আসার পর ওই তিনজন স্বাভাবিকভাবে কাজকর্ম করেছিলেন । আর তা থেকেই আতঙ্ক তৈরি হয়েছে অন্যদের মধ্যে । যদিও মেডিকেলের অধ্যক্ষের দাবি, গতকাল রায়গঞ্জে আসার পর থেকেই তাঁদের কোয়ারানটিনে রাখার বন্দোবস্ত করা হয়েছিল ।

নাম প্রকাশে অনিচ্ছুক রায়গঞ্জ মেডিকেল কলেজের এক কর্মী জানিয়েছেন, "ওই তিনজন রায়গঞ্জে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই কাজ করছিলেন । তাঁদের আলাদা করে কোয়ারানটিনে রাখার কোনও বন্দোবস্ত করেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । এই বিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকদেরকেও তাঁরা কিছু জানাননি । এমনকী উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক পজ়িটিভ হওয়ার পরও কোনরকম দায়িত্বশীল আচরণ করেননি।" আজ তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে দাবি করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এখনও রিপোর্ট আসেনি । ওই চিকিৎসকদের আচরণে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা । তাঁদের অভিযোগ, নিজেদের পেশার প্রতি অবিচার করেছেন তাঁরা ।

এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, "আমরা ওই তিনজনকে আগেভাগেই আইসোলেশনে পাঠিয়েছিলাম । আজ তাঁদের লালারস পরীক্ষা করার জন্য মালদায় পাঠানো হয়েছে । রিপোর্টের অপেক্ষায় রয়েছি । যদিও তাঁদের মধ্যে কোনওরকম উপসর্গ পাওয়া যায়নি । আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.