ETV Bharat / state

দেবের নির্বাচনী প্রচারে হেলমেটহীন বাইক ব়্যালি ঘিরে বিতর্ক - কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচন

কালিয়াগঞ্জে আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের হয়ে শেষ বেলার প্রচারে পথে নামলেন দেব । তাঁর রোড শো-তে হেলমেটহীন বাইক বাহিনী নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহল ।

দেব
author img

By

Published : Nov 23, 2019, 7:33 PM IST

Updated : Nov 23, 2019, 11:53 PM IST

কালিয়াগঞ্জ, 23 নভেম্বর : সোমবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । শেষ বেলার প্রচারে খামতি নেই কোনও দলের । কালিয়াগঞ্জে আজ BJP-র হয়ে প্রচারে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব । এদিকে, তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের হয়ে শেষ বেলার প্রচারে পথে নামলেন তৃণমূল সাংসদ দেব । তাঁর রোড শো ঘিরে কালিয়াগঞ্জের রাস্তায় আজ তিল ধরার জায়গা ছিল না । ভিড়ের একটা বড় অংশ জানাল, সাংসদ দেব নয়, অভিনেতা দেবকে দেখতেই তারা এসেছে । তবে দেবের রোড শো-তে হেলমেটহীন বাইক বাহিনীর ব়্যালি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

আজ দুপুরে কালিয়াগঞ্জের শিমুলতলা থেকে শুরু হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো হয় । দেবের সঙ্গে একই গাড়িতে ছিলেন তপন দেব সিংহ, কানাইয়ালাল আগরওয়াল, গোলাম রব্বানি ও মোসারফ হোসেন । বিপ্লব দেবের প্রচার নিয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওকে শুভেচ্ছা । আমার মনে হয় যে কেউ তাঁর দলের প্রতিনিধি হিসেবে আসতে পারেন । আমার মনে হয় দিনের শেষে এমন রাজনীতি বন্ধ করা উচিত যেখানে জোর করে, বাজে কথা বলে ভোট করানোর চেষ্টা হয় । আমি সবসময় বলি রাজনীতিতে যেন বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে ।"

রোড শো নিয়ে কেমন সাড়া পেলেন, এই প্রশ্নের উত্তরে দেব সাংবাদিকদের বলেন, "তোমরা এই এলাকায় স্টোরি কভার করছ এতদিন ধরে । আমরা তো পুরোপুরি মানুষের জন্য । মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আশীর্বাদ সবই তো দেখছি আমাদের সঙ্গে আছে । মানুষ যার উপর বেশি আস্থা রাখবে, যাকে মনে করবে আগামী দেড় বছর ভরসা করা যাবে তাকেই ভোট দেবে । এতে জোর করার কিছু নেই । আমি এসেছি এখানে আবেদন রাখতে যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি একটু হলেও অন্যদের থেকে এগিয়ে আছেন । তাই তাঁর হয়ে মানুষের কাছে ভোট চাইতে এসেছি । "

NRC নিয়ে কী বলবেন ? মুখ্যমন্ত্রী তো বলছেন পশ্চিমবঙ্গে NRC হবে না । এই প্রশ্নের উত্তরে দেব বলেন, "দেখুন আমি তো দলের মুখপাত্র নই । মনে হয় দলের মুখপাত্র যদি এনিয়ে মন্তব্য় করেন তাহলে ভালো । আমি না জেনে না বুঝে কোনও মন্তব্য করলে সেটা দলের জন্য ভালো নয় । দলের মুখপাত্র এনিয়ে মন্তব্য করলে ঠিক আছে ।"

আপনি তো লোকসভা ভোটের সময়ও প্রচারে এসেছিলেন কিন্তু তবু কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেই লিড পেল BJP । উত্তরে দেব বলেন, "24 ঘণ্টায় দিন একবার পালটায় । সে জায়গা থেকে বলব লোকসভা বিধানসভা আলাদা । ভোটের ধরনও আলাদা । দেখছেন তো লোকসভা আর বিধানসভায় কেমন আলাদা ফল হচ্ছে রাজ্যগুলোতে । "

দেখুন ভিডিয়ো

দেবের রোড শো-তে হেলমেটহীন বাইক বাহিনী নিয়ে প্রশ্ন তুলেছে জেলার রাজনৈতিক মহল । BJP-র উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক তথা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আহ্বায়ক বাসুদেব সরকার বলেন, " পশ্চিমবঙ্গে জঙ্গল-রাজ চলছে । মুখ্যমন্ত্রী নিজেই কোনও নিয়মকানুন মানেন না । সেখানে তাঁর ভাইরা হেলমেট না পরে ব়্যালি করবে সেটাই স্বাভাবিক ।"

মোসারফ হোসেন বলেন, "BJP হারের ভয়ে উলটো পালটা বকছে । আমরা পদযাত্রা করেছি । হেলমেট না পরে দলের কোনও কর্মী বাইক চালায়নি । "

কালিয়াগঞ্জ, 23 নভেম্বর : সোমবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । শেষ বেলার প্রচারে খামতি নেই কোনও দলের । কালিয়াগঞ্জে আজ BJP-র হয়ে প্রচারে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব । এদিকে, তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের হয়ে শেষ বেলার প্রচারে পথে নামলেন তৃণমূল সাংসদ দেব । তাঁর রোড শো ঘিরে কালিয়াগঞ্জের রাস্তায় আজ তিল ধরার জায়গা ছিল না । ভিড়ের একটা বড় অংশ জানাল, সাংসদ দেব নয়, অভিনেতা দেবকে দেখতেই তারা এসেছে । তবে দেবের রোড শো-তে হেলমেটহীন বাইক বাহিনীর ব়্যালি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

আজ দুপুরে কালিয়াগঞ্জের শিমুলতলা থেকে শুরু হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো হয় । দেবের সঙ্গে একই গাড়িতে ছিলেন তপন দেব সিংহ, কানাইয়ালাল আগরওয়াল, গোলাম রব্বানি ও মোসারফ হোসেন । বিপ্লব দেবের প্রচার নিয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওকে শুভেচ্ছা । আমার মনে হয় যে কেউ তাঁর দলের প্রতিনিধি হিসেবে আসতে পারেন । আমার মনে হয় দিনের শেষে এমন রাজনীতি বন্ধ করা উচিত যেখানে জোর করে, বাজে কথা বলে ভোট করানোর চেষ্টা হয় । আমি সবসময় বলি রাজনীতিতে যেন বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে ।"

রোড শো নিয়ে কেমন সাড়া পেলেন, এই প্রশ্নের উত্তরে দেব সাংবাদিকদের বলেন, "তোমরা এই এলাকায় স্টোরি কভার করছ এতদিন ধরে । আমরা তো পুরোপুরি মানুষের জন্য । মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আশীর্বাদ সবই তো দেখছি আমাদের সঙ্গে আছে । মানুষ যার উপর বেশি আস্থা রাখবে, যাকে মনে করবে আগামী দেড় বছর ভরসা করা যাবে তাকেই ভোট দেবে । এতে জোর করার কিছু নেই । আমি এসেছি এখানে আবেদন রাখতে যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি একটু হলেও অন্যদের থেকে এগিয়ে আছেন । তাই তাঁর হয়ে মানুষের কাছে ভোট চাইতে এসেছি । "

NRC নিয়ে কী বলবেন ? মুখ্যমন্ত্রী তো বলছেন পশ্চিমবঙ্গে NRC হবে না । এই প্রশ্নের উত্তরে দেব বলেন, "দেখুন আমি তো দলের মুখপাত্র নই । মনে হয় দলের মুখপাত্র যদি এনিয়ে মন্তব্য় করেন তাহলে ভালো । আমি না জেনে না বুঝে কোনও মন্তব্য করলে সেটা দলের জন্য ভালো নয় । দলের মুখপাত্র এনিয়ে মন্তব্য করলে ঠিক আছে ।"

আপনি তো লোকসভা ভোটের সময়ও প্রচারে এসেছিলেন কিন্তু তবু কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেই লিড পেল BJP । উত্তরে দেব বলেন, "24 ঘণ্টায় দিন একবার পালটায় । সে জায়গা থেকে বলব লোকসভা বিধানসভা আলাদা । ভোটের ধরনও আলাদা । দেখছেন তো লোকসভা আর বিধানসভায় কেমন আলাদা ফল হচ্ছে রাজ্যগুলোতে । "

দেখুন ভিডিয়ো

দেবের রোড শো-তে হেলমেটহীন বাইক বাহিনী নিয়ে প্রশ্ন তুলেছে জেলার রাজনৈতিক মহল । BJP-র উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক তথা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আহ্বায়ক বাসুদেব সরকার বলেন, " পশ্চিমবঙ্গে জঙ্গল-রাজ চলছে । মুখ্যমন্ত্রী নিজেই কোনও নিয়মকানুন মানেন না । সেখানে তাঁর ভাইরা হেলমেট না পরে ব়্যালি করবে সেটাই স্বাভাবিক ।"

মোসারফ হোসেন বলেন, "BJP হারের ভয়ে উলটো পালটা বকছে । আমরা পদযাত্রা করেছি । হেলমেট না পরে দলের কোনও কর্মী বাইক চালায়নি । "

Intro:রায়গঞ্জ, ২৩ নভেম্বরঃ- আমি বরাবরই জোর করে বা অসৌজন্যমূলক কথাবার্তার বিরোধী শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত এবং সেটাই হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের প্রচারে এসে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা চিত্র অভিনেতা দীপক অধিকারী দেব দিন দুপুরে কালিয়াগঞ্জ শহরে আসেন তিনি সেখানে একটি বিশাল রোড শো করেন।প্রচুর মানুষ এলাকায় ভিড় করেছিলেন। রাস্তায় দুধারে কার্যত মানুষের ভিড়।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,এন আর সি নিয়ে আমি নয় দলের মুখপত্র বলবেন।আমি বলবো না।কালিয়াগঞ্জে এখনও জিততে পারেনি দল।সেই বিষয়ে তিনি বলেন,দিনবদল হয়ই।এবারে যেভাবে মানুষের সমর্থন পাচ্ছি তা দেখে বোঝা যাচ্ছে ভালো ফল হবেই।Body:ShConclusion:Akh
Last Updated : Nov 23, 2019, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.