ETV Bharat / state

কাটমানি নেয় দলের নেতারা, ফেসবুক পোস্ট প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির - social media

তৃণমূল নেতৃত্বের কাটমানি খাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন হেমতাবাদের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি মোয়াজুদ্দিন আহমেদ ওরফে খোকন ।

মোয়াজুদ্দিন আহমেদ
author img

By

Published : Jun 23, 2019, 1:40 PM IST

Updated : Jun 23, 2019, 3:36 PM IST

রায়গঞ্জ, 23 জুন : "কাটমানি খাওয়া বন্ধ করতে হলে সমস্ত ব্লক ও টাউন সভাপতিদের পদ থেকে সরাতে হবে । " সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজুদ্দিন আহমেদ ওরফে খোকন । আর তাঁর এই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক । তাঁর অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশ কাটমানি নিয়েছেন নানা কাজের জন্য । তাঁর দাবি, দলীয় নেতা কর্মীদের কাটমানি খাওয়া বন্ধ করতে সমস্ত ব্লক ও টাউন কমিটির নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন ।

bribe, tmc, facebook post
প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির পোস্ট

তিনি এই পোস্টের পাশাপাশি আরও একটি পোস্টও করেন । সেই পোস্টে তিনি লিখেছেন , "এই বিপর্যয়ের সময়ও যদি দলের হেমতাবাদ ব্লকের সাংগঠিন সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়, যাত্রা শুরু হবে 5000 লোকের মিছিল দিয়ে ।" এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দলের বিপদের সময় আমাকে যাতে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় । দলকে যাতে আরও শক্তিশালী করতে পারি । তাই আমি ফেসবুকে এই পোস্ট করি । " বর্তমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মোয়াজুদ্দিন বলেন, "এখনকার নেতাদের গ্রহণযোগ্যতা কমে গেছে । নেতাদের ঠাটবাট বদলে গেছে । গাড়ি থেকে নামতে চায় না । ঠান্ডা গাড়িতে বসে থাকে । জনগণের সঙ্গে কোনও সংযোগ রাখে না । তাই জনগণ ভরসা করছে না তাদের ।"

ভিডিয়োয় দেখুন

1998 থেকে 2010 সাল পর্যন্ত হেমতাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন মোয়াজুদ্দিন । দলের একাংশের মতে সেইসময়ে অন্য দল থেকে আগতদের ভিড়ে হারিয়ে গেছিলেন তিনি । তাঁর পদ দেওয়া হয় অন্য এক নতুন নেতাকে । যদিও দল ছেড়ে যাননি তিনি । বরং পিছনে থেকে দলের সঙ্গে কাজ করে চলেছেন তিনি ।

মোয়েজ্জেম বলেন, তাঁকে যদি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তবে তিনি চেষ্টা করবেন নেত্রীর যেসমস্ত উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে সেগুলি দ্রুত গতিতে শেষ করার । এছাড়াও এলাকায় পঞ্চায়েতের কিছু কাজের টেন্ডার হওয়ার পরও কাজ থমকে আছে । সেইগুলো শেষ করার চেষ্টা করবেন । গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানি না কাকে গোষ্ঠী বলে । সবাই তৃণমূল । সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করছেন । আগামীদিনেও করবেন । আমি চেষ্টা করব এখান থেকে যাতে বেশি করে আমরা নির্বাচিত প্রতিনিধি পাঠাতে পারি । সেই সঙ্গে প্রতিটি কর্মী ও ভোটারের সঙ্গে জনসংযোগ তৈরি করা । "

রায়গঞ্জ, 23 জুন : "কাটমানি খাওয়া বন্ধ করতে হলে সমস্ত ব্লক ও টাউন সভাপতিদের পদ থেকে সরাতে হবে । " সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজুদ্দিন আহমেদ ওরফে খোকন । আর তাঁর এই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক । তাঁর অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশ কাটমানি নিয়েছেন নানা কাজের জন্য । তাঁর দাবি, দলীয় নেতা কর্মীদের কাটমানি খাওয়া বন্ধ করতে সমস্ত ব্লক ও টাউন কমিটির নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন ।

bribe, tmc, facebook post
প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির পোস্ট

তিনি এই পোস্টের পাশাপাশি আরও একটি পোস্টও করেন । সেই পোস্টে তিনি লিখেছেন , "এই বিপর্যয়ের সময়ও যদি দলের হেমতাবাদ ব্লকের সাংগঠিন সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়, যাত্রা শুরু হবে 5000 লোকের মিছিল দিয়ে ।" এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দলের বিপদের সময় আমাকে যাতে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় । দলকে যাতে আরও শক্তিশালী করতে পারি । তাই আমি ফেসবুকে এই পোস্ট করি । " বর্তমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মোয়াজুদ্দিন বলেন, "এখনকার নেতাদের গ্রহণযোগ্যতা কমে গেছে । নেতাদের ঠাটবাট বদলে গেছে । গাড়ি থেকে নামতে চায় না । ঠান্ডা গাড়িতে বসে থাকে । জনগণের সঙ্গে কোনও সংযোগ রাখে না । তাই জনগণ ভরসা করছে না তাদের ।"

ভিডিয়োয় দেখুন

1998 থেকে 2010 সাল পর্যন্ত হেমতাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন মোয়াজুদ্দিন । দলের একাংশের মতে সেইসময়ে অন্য দল থেকে আগতদের ভিড়ে হারিয়ে গেছিলেন তিনি । তাঁর পদ দেওয়া হয় অন্য এক নতুন নেতাকে । যদিও দল ছেড়ে যাননি তিনি । বরং পিছনে থেকে দলের সঙ্গে কাজ করে চলেছেন তিনি ।

মোয়েজ্জেম বলেন, তাঁকে যদি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তবে তিনি চেষ্টা করবেন নেত্রীর যেসমস্ত উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে সেগুলি দ্রুত গতিতে শেষ করার । এছাড়াও এলাকায় পঞ্চায়েতের কিছু কাজের টেন্ডার হওয়ার পরও কাজ থমকে আছে । সেইগুলো শেষ করার চেষ্টা করবেন । গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানি না কাকে গোষ্ঠী বলে । সবাই তৃণমূল । সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করছেন । আগামীদিনেও করবেন । আমি চেষ্টা করব এখান থেকে যাতে বেশি করে আমরা নির্বাচিত প্রতিনিধি পাঠাতে পারি । সেই সঙ্গে প্রতিটি কর্মী ও ভোটারের সঙ্গে জনসংযোগ তৈরি করা । "

Intro:ইসলামপুর,২৬ মেঃ- লোকসভা নির্বাচনের ফলাফল জেলাভিত্তিক পর্যালোচনা করে সংগঠনকে ঢেলে সাজাবেন বলে জানালেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।তার দাবি কাউকে পদ থেকে সরানোর পক্ষপাতী না হলেও যারা দলে থেকে দলের বিপক্ষে কাজ করেছেন তাদের নিস্তার দেওয়া হবে না।তবে,জেলার বিভিন্ন বিধানসভা এলাকার সংগঠনের মধ্যে সবার আগে কালিয়াগঞ্জের সংগঠনকে রদবদলের প্রয়োজন। কারণ এবারের রায়গঞ্জ লোকসভা নির্বাচনের সবচেয়ে বেশি ওই এলাকা থেকেই পিছিয়ে পড়েছিল তৃণমূল।ফলে সবার আগে সেখানকার সংগঠনের দিকেই নজর থাকবে তার।

গতকাল কলকাতায় দলের বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বদল করা হয়েছে।ইটাহারের বিধায়ক অমল আচার্যের জায়গায় নতুন সভাপতি করা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে।এদিন সকাল থেকেই তার বাড়িতে কর্মী সমর্থকেরা ভিড় জমাতে থাকেন।সকালে কর্মীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,আগামী দিনে দলের ভালো ফল করানোর জন্য বুথ স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে।আমি কাউকে পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী নই।তবে, যারা দলের ভেতর থেকে দলের বিপক্ষে কাজ করেছেন তাদের সরাতে হবে।আমরা সমস্ত জায়গায় নির্বাচনের ফলাফল পর্যালোচনা করব।তারপর বিভিন্ন সিদ্ধান্ত নেব।তবে কালিয়াগঞ্জে আমাদের ব্যাপক বিপর্যয়ের কারণ আগে আমরা খুটিয়ে দেখব।কেন সেখানকার নেতারা বারবার বলা সত্ত্বেও প্রায় ৫৭০০০ ভোটে পিছিয়ে পড়লাম তার পর্যালোচনা করব।

বাইট--কানাইয়ালাল আগরওয়াল।।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:ছConclusion:ভহ
Last Updated : Jun 23, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.