ETV Bharat / state

Condom in School Premises: প্রাথমিক স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি, চোপড়ার ঘটনায় চাঞ্চল্য - প্রাথমিক স্কুলে কন্ডোম

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে মিলেছে কন্ডোম ৷ ঘটনায় অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ ৷

ETV Bharat
প্রাথমিক স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি
author img

By

Published : Jul 19, 2023, 11:06 PM IST

প্রাথমিক স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি

রায়গঞ্জ, 19 জুলাই: স্কুলে কণ্ডোম ! হ্যাঁ, এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় । স্কুলে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কন্ডোম । ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ৷

স্কুল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যথারীতি স্কুল খুলেছিল এই স্কুল ৷ পঠনপাঠনও শুরু হয় ৷ স্কুল শেষে নির্দিষ্ট সময়ে স্কুল বন্ধ করে বাড়িও চলে যান স্কুলের শিক্ষক শিক্ষিকারা ৷ বুধবার স্কুল খোলার পর ছাত্রছাত্রীরাই প্রথম দেখতে প্রায় স্কুল চত্বরে পড়ে রয়েছে ব্যবহার করা কন্ডোম ৷ এই দৃশ্য দেখে যা দেখে চক্ষু চড়ক গাছ স্কুলের শিক্ষকদেরও ৷ স্কুলের ভিতরে কীভাবে এত কন্ডোম এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷

এই স্কুলে নেই কোনও সিসিটিভি ক্যামেরাও । ফলে বিষয়টি নিয়ে একপ্রকার রহস্য তৈরি হয়েছে ৷ তবে প্রাথমিকভাবে শিক্ষকেরা অনুমান করছেন, রাতের অন্ধকারে সমাজ বিরোধীরাই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে ৷ তবে কী রাতের অন্ধকারে এই প্রাথমিক স্কুলের ভিতরে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন ৷ উঠে এসেছে কন্ডোম দিয়ে নেশা করার বিষয়টিও ৷

তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুল পাঁচিল দিয়ে ঘেরা । তাই যে বা যারা এই কাণ্ড ঘটিয়ে থাকুক তারা পাঁচিল টপকে এসেই এই কাজ করেছে ৷ এই বিষয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতিকে জানানো হয়েছে । যারা এসব কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষকরা । অন্যদিকে গ্রামবাসী মহম্মদ জালালউদ্দিন জানিয়েছেন, স্কুলের ভিতরে এসব জিনিস দেখে তাঁরা নিজেরাই লজ্জা পাচ্ছেন ৷ পুলিশ যদি রাতে অভিযান চালায় তাহলেই যারা এসব কাজ করেছে তারা ধরা পরবে বলে দাবী স্থানীয় বাসিন্দাদের ।

আরও পড়ুন: বিড়ি চাওয়া নিয়ে ঝামেলা, দিল্লিতে ছুরিকাহত হয়ে মৃত এক !

অন্যদিকে, পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন নাসিরুদ্দিন নামে এক গ্রামবাসীও । স্কুল চত্বরে কন্ডোম পরে থাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বাজে ধারণা হবে বলেও তাঁর আশঙ্কা ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য রামরতন পাল জানিয়েছেন, স্কুল চত্বরে কন্ডোম পরে থাকার বিষয়টিকে খুব খারাপ ৷ এই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে ৷

প্রাথমিক স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি

রায়গঞ্জ, 19 জুলাই: স্কুলে কণ্ডোম ! হ্যাঁ, এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় । স্কুলে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কন্ডোম । ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ৷

স্কুল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যথারীতি স্কুল খুলেছিল এই স্কুল ৷ পঠনপাঠনও শুরু হয় ৷ স্কুল শেষে নির্দিষ্ট সময়ে স্কুল বন্ধ করে বাড়িও চলে যান স্কুলের শিক্ষক শিক্ষিকারা ৷ বুধবার স্কুল খোলার পর ছাত্রছাত্রীরাই প্রথম দেখতে প্রায় স্কুল চত্বরে পড়ে রয়েছে ব্যবহার করা কন্ডোম ৷ এই দৃশ্য দেখে যা দেখে চক্ষু চড়ক গাছ স্কুলের শিক্ষকদেরও ৷ স্কুলের ভিতরে কীভাবে এত কন্ডোম এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷

এই স্কুলে নেই কোনও সিসিটিভি ক্যামেরাও । ফলে বিষয়টি নিয়ে একপ্রকার রহস্য তৈরি হয়েছে ৷ তবে প্রাথমিকভাবে শিক্ষকেরা অনুমান করছেন, রাতের অন্ধকারে সমাজ বিরোধীরাই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে ৷ তবে কী রাতের অন্ধকারে এই প্রাথমিক স্কুলের ভিতরে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন ৷ উঠে এসেছে কন্ডোম দিয়ে নেশা করার বিষয়টিও ৷

তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুল পাঁচিল দিয়ে ঘেরা । তাই যে বা যারা এই কাণ্ড ঘটিয়ে থাকুক তারা পাঁচিল টপকে এসেই এই কাজ করেছে ৷ এই বিষয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতিকে জানানো হয়েছে । যারা এসব কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষকরা । অন্যদিকে গ্রামবাসী মহম্মদ জালালউদ্দিন জানিয়েছেন, স্কুলের ভিতরে এসব জিনিস দেখে তাঁরা নিজেরাই লজ্জা পাচ্ছেন ৷ পুলিশ যদি রাতে অভিযান চালায় তাহলেই যারা এসব কাজ করেছে তারা ধরা পরবে বলে দাবী স্থানীয় বাসিন্দাদের ।

আরও পড়ুন: বিড়ি চাওয়া নিয়ে ঝামেলা, দিল্লিতে ছুরিকাহত হয়ে মৃত এক !

অন্যদিকে, পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন নাসিরুদ্দিন নামে এক গ্রামবাসীও । স্কুল চত্বরে কন্ডোম পরে থাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বাজে ধারণা হবে বলেও তাঁর আশঙ্কা ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য রামরতন পাল জানিয়েছেন, স্কুল চত্বরে কন্ডোম পরে থাকার বিষয়টিকে খুব খারাপ ৷ এই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.