ETV Bharat / state

Queen Victoria Coins: মাটি খুঁড়তেই মিলল ভিক্টোরিয়ার ছবি খোদাই করা রৌপ্যমুদ্রা, চাঞ্চল্য রায়গঞ্জে - Coins with Queen Victoria emblem

মাটির তলা থেকে মিলল প্রচুর রৌপ্যমুদ্রা । তাতে খোদাই করা রয়েছে রানি ভিক্টোরিয়ার ছবি, নাম । কোনওটিতে আবার দু'শো বছর আগের সালের উল্লেখ রয়েছে (Coins with Queen Victoria emblem found in Raiganj) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 3, 2023, 9:51 PM IST

রায়গঞ্জ, 3 মার্চ: সাতসকালেই মিলল গুপ্তধনের সন্ধান ! এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কৌতুহলী মানুষজনদের মধ্যে । ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকা । এই অঞ্চল থেকেই উদ্ধার হয়েছে প্রাচীন আমলের মুদ্রা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটোল ফাঁড়ির পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Silver coins recovered in Raiganj) ।

স্থানীয়দের দাবি, সবগুলিই রুপোর তৈরি (Coins with Queen Victoria emblem found in Raiganj) । 1862-1916 সালের তৈরি মুদ্রাগুলি পাওয়া গিয়েছে একটি ভাঁড় থেকে । প্রায় দু'শো বছর পুরনো মুদ্রাগুলিতে খোদাই করা রয়েছে কুইন ভিক্টোরিয়ার নাম ও ছবি (Queen Victoria Coin) ।

রানি ভিক্টোরিয়ার মুদ্রা:

1837 সালে সিংহাসনে অভিষিক্তা হন রানি । 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট তাঁর শাসনকালে উল্লেখযোগ্য ঘটনা । ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটিশ সরকার । 1877 সালে রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে 'ভারতের সম্রাজ্ঞী' উপাধি পান তিনি । তাঁর রাজত্বের স্বর্ণযুগের স্মৃতিচারণায় মুদ্রা প্রকাশ করে ব্রিটিশ সরকার । সেই মুদ্রাই কি মিলল রায়গঞ্জে ।

কোথায় মিলল মুদ্রা ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকার সেতু নির্মাণের কাজ চলছিল । সেকারণে পার্শ্ববর্তী পালপাড়া এলাকা থেকে মাটি কেটে তা নিয়ে এসে নির্মীয়মাণ সেতুর ধার বরাবর ফেলছিলেন শ্রমিকরা । এদিন মাটি ফেলার পর ধুলো এড়াতে পাম্প দিয়ে সেখানে জল ছেটানো হয় । তারপরই ওই মাটি থেকে উদ্ধার হয় একটি ভাঁড় ।

আঘাত লেগে ভাঁড়টি ভেঙে যেতেই ছড়িয়ে পরে প্রচুর কয়েন । কয়েনগুলির মধ্যে খোদাই রয়েছে 1962 থেকে 1916 সালের সময়সীমা । প্রথমে স্থানীয় শিশুরাই সেই কয়েনগুলি কুড়োতে শুরু করে । খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটোল ফাঁড়ির পুলিশ । অনেকেই এই প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে । বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক বিভাগ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: গুপ্তধন খুঁজতে কোচবিহারের সুটুঙ্গা নদীতে ভিড় স্থানীয়দের

রায়গঞ্জ, 3 মার্চ: সাতসকালেই মিলল গুপ্তধনের সন্ধান ! এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কৌতুহলী মানুষজনদের মধ্যে । ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকা । এই অঞ্চল থেকেই উদ্ধার হয়েছে প্রাচীন আমলের মুদ্রা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটোল ফাঁড়ির পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Silver coins recovered in Raiganj) ।

স্থানীয়দের দাবি, সবগুলিই রুপোর তৈরি (Coins with Queen Victoria emblem found in Raiganj) । 1862-1916 সালের তৈরি মুদ্রাগুলি পাওয়া গিয়েছে একটি ভাঁড় থেকে । প্রায় দু'শো বছর পুরনো মুদ্রাগুলিতে খোদাই করা রয়েছে কুইন ভিক্টোরিয়ার নাম ও ছবি (Queen Victoria Coin) ।

রানি ভিক্টোরিয়ার মুদ্রা:

1837 সালে সিংহাসনে অভিষিক্তা হন রানি । 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট তাঁর শাসনকালে উল্লেখযোগ্য ঘটনা । ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটিশ সরকার । 1877 সালে রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে 'ভারতের সম্রাজ্ঞী' উপাধি পান তিনি । তাঁর রাজত্বের স্বর্ণযুগের স্মৃতিচারণায় মুদ্রা প্রকাশ করে ব্রিটিশ সরকার । সেই মুদ্রাই কি মিলল রায়গঞ্জে ।

কোথায় মিলল মুদ্রা ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকার সেতু নির্মাণের কাজ চলছিল । সেকারণে পার্শ্ববর্তী পালপাড়া এলাকা থেকে মাটি কেটে তা নিয়ে এসে নির্মীয়মাণ সেতুর ধার বরাবর ফেলছিলেন শ্রমিকরা । এদিন মাটি ফেলার পর ধুলো এড়াতে পাম্প দিয়ে সেখানে জল ছেটানো হয় । তারপরই ওই মাটি থেকে উদ্ধার হয় একটি ভাঁড় ।

আঘাত লেগে ভাঁড়টি ভেঙে যেতেই ছড়িয়ে পরে প্রচুর কয়েন । কয়েনগুলির মধ্যে খোদাই রয়েছে 1962 থেকে 1916 সালের সময়সীমা । প্রথমে স্থানীয় শিশুরাই সেই কয়েনগুলি কুড়োতে শুরু করে । খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটোল ফাঁড়ির পুলিশ । অনেকেই এই প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে । বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক বিভাগ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: গুপ্তধন খুঁজতে কোচবিহারের সুটুঙ্গা নদীতে ভিড় স্থানীয়দের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.