রায়গঞ্জ, 31 অক্টোবর : ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের দেখতে ইসলামপুর হাসপাতালে গেলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম । তাঁর সঙ্গে ছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আখতার সহ একাধিক নেতৃত্ব।
সংখ্যালঘু সেলের নেতা রফিকুল ইসলাম জানিয়েছন, দুর্ঘটনায় নিহত তিনজনের পরিবারের হাতে দু'লাখ টাকা এবং আহতদের পরিবারের হাতে 50 হাজার টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । উত্তর দিনাজপুরের জেলাশাসক জানিয়েছেন, আগামীকাল ক্ষতিপূরণের টাকা পরিবারের হাতে তুলে দিতে তিনি ইসলামপুর যাবেন।
শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর ও এক কিশোরীর মৃত্যু হয়ে । আহত হয় 13 জন। তাদের মধ্যে একজনকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । মুখ্যমন্ত্রী ঘটনার কথা জানতে পেরে প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন।