রায়গঞ্জ, 8মে : একটা সময় পাড়ায় পাড়ায় ঘুরে শাক বিক্রি করতেন রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা নিতাই পাল । তবে কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে সে কাজ আপাতত বন্ধ । সংসারে তীব্র অভাব । দুইবেলা দু’মুঠো ভাতের জোগাড়ে সংসারের হাল ধরল তাঁর ছেলে । ফলের দোকান দিয়ে কিছুটা টাকা উপার্জনের মরিয়া চেষ্টা শুরু করেছে দ্বাদশ শ্রেণির ছাত্র সাগর পাল । অনভিজ্ঞ পেশায় কিছুটা অসুবিধা হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন সাগর ।
রায়গঞ্জ শহরের বন্দর এলাকার বাসিন্দা নিতাই পাল পাড়ায় পাড়ায় ঘুরে শাক বিক্রি করে সংসার চালাতেন । সবকিছু ভালোই ছিল । কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে শুরু হল লকডাউন । নিতাইবাবু এই লকডাউনে পাড়ায় পাড়ায় ঘুরে শাক বিক্রি করে সংসার চালাতে পারছেন না । ফলে চরম সমস্যায় মুখে পড়তে হয় । বাবার কষ্ট দেখে সাগর ভাবলেন এই সময় বাবার পাশে দাঁড়াতে হবে ।
সাগর রায়গঞ্জের মহারাজা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র । রায়গঞ্জের বাসস্ট্যান্ডের সামনে ফলের দোকান নিয়ে বসে পড়লেন সাগর । তিনি জানিয়েছেন, বাবা পাড়ায় পাড়ায় ঘুরে শাক বিক্রি করতেন । এখন লকডাউন জন্য শাক বেশি বিক্রি হচ্ছে না । প্রতিদিন তো মানুষ শাক নিচ্ছেন না । তাই বাবার সংসার চালাতে অসুবিধা হচ্ছে । বাবাকে সাহায্য করার জন্য ফল বিক্রি করছি । সংসার তো চালাতে হবে । না হলে খাব কী ? বাড়িতে বাবা, মা ও ভাই আছে ।
বিক্রি হচ্ছে ফল । স্কুলের বেঞ্চ ছেড়ে রাস্তায় বসতে খানিকটা অসুবিধে হলেও মানিয়ে নিচ্ছেন । সন্তান যে, দায়িত্ব তো নিতেই হবে !