রায়গঞ্জ, 21 মার্চ : জমি নিয়ে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ । আহত দুপক্ষের আটজন । আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অক্টোবর মাসে ইসলামপুর ব্লকের অলিপুর মৌজার জয়দেব মণ্ডলের কাছ থেকে 11 শতক জমি কেনে বিজয় মণ্ডল । দীর্ঘ 40 বছর জয়দেব মণ্ডলের দখলে ছিল সেই জমি । রবিবার সকালে প্রতিবেশী রবীন মণ্ডল সেই জমিতে ঘর তৈরি করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে । অভিযোগ, রাম দা নিয়ে আক্রমণ করে রবীন মণ্ডল । মহিলারা সেখানে পৌঁছালে মহিলাদের মধ্যেও সংঘর্ষ বাধে । বাঁশ, লাঠি এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই পক্ষের আটজন । বাদ যাননি মহিলারাও ।
আরও পড়ুন : তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি বললেন আউশগ্রামের বিজেপির প্রার্থী
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ । ইসলামপুর পুলিশের তরফ থেকে জানানো হয়, অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।