রায়গঞ্জ, 22 জানুয়ারি : জাতীয় সড়কে নাইট পেট্রোল চলাকালীন লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম নিত্যানন্দ দেবনাথ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুরে 31 নম্বর জাতীয় সড়কে। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করতে পারেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পরিবার রাতেও চোপড়া থানার সোনাপুরে 31 নম্বর জাতীয় সড়কে নাইট পেট্রোলের কাজ করছিল পুলিশ৷ চোপড়া থানার পুলিশ-সহ সিভিক ভলান্টিয়ার নিত্যানন্দ দেবনাথও দায়িত্বে ছিলেন। গভীর রাতে দ্রুতগতিতে আসা একটি লরি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁর সহকর্মীরা তাঁকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখানই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : নেতাজির নামে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামকরণ ? কী বলছে পরিবার...
মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়ি চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের খুনিয়া গ্রামে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, ঘটনার কথা জানার পর অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনার তদন্তে পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে চিহ্নিত করা চেষ্টা করা হচ্ছে।