ETV Bharat / state

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ সিটুর - সিটু

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির (Petrol Price Hike) প্রতিবাদে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখাল সিটু (CITU Agitation)। পাশাপাশি তৃণমূল সরকারেরও সমালোচনা করে তারা ৷

citu agitation against increasing fuel price
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ সিটুর
author img

By

Published : Jun 24, 2021, 3:08 PM IST

রায়গঞ্জ, 24 জুন : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Petrol Price Hike) প্রতিবাদে সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জেও পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল সিপিএম-এর শ্রমিক সংগঠন সিআইটিইউ (CITU Agitation)। রায়গঞ্জ শহরের নেতাজি সুভাষ রোডে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখান সিটুর জেলা নেতা ও কর্মীরা ।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ, সিপিএম-এর জেলা কমিটির সদস্য উত্তম পাল, সিটু নেতা বিপ্লব সেনগুপ্ত-সহ সিপিএম কর্মীরা । সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ বলেন, ‘‘প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রলের । একশো টাকা ছুঁই ছুঁই পেট্রল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । অপরদিকে, ডিজেলের দামও ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়ছে জ্বালানি খরচ । আর সেই কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ । এ জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার । পেট্রোপণ্যের মূল্য কমাতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ ৷’’

citu agitation against increasing fuel price
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ সিটুর

আরও পড়ুন: নন্দীগ্রামের ভোট পুনর্গণনার আবেদনের শুনানি শুরু, ভার্চুয়ালি অংশ মমতার

বিজেপির পাশাপাশি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করেছে সিটু ৷ তাদের অভিযোগ, কোভিড টিকা নিয়ে চরম দুর্নীতি করছে রাজ্য সরকার । এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সিটু ।

রাজ্য কমিটির নির্দেশে জেলায় জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । সেই কর্মসূচি অনুযায়ী উত্তর দিনাজপুর সিটুর পক্ষ থেকে রায়গঞ্জ মোহনবাটি এলাকায় পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

রায়গঞ্জ, 24 জুন : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Petrol Price Hike) প্রতিবাদে সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার রায়গঞ্জেও পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল সিপিএম-এর শ্রমিক সংগঠন সিআইটিইউ (CITU Agitation)। রায়গঞ্জ শহরের নেতাজি সুভাষ রোডে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখান সিটুর জেলা নেতা ও কর্মীরা ।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ, সিপিএম-এর জেলা কমিটির সদস্য উত্তম পাল, সিটু নেতা বিপ্লব সেনগুপ্ত-সহ সিপিএম কর্মীরা । সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ বলেন, ‘‘প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রলের । একশো টাকা ছুঁই ছুঁই পেট্রল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । অপরদিকে, ডিজেলের দামও ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়ছে জ্বালানি খরচ । আর সেই কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ । এ জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার । পেট্রোপণ্যের মূল্য কমাতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ ৷’’

citu agitation against increasing fuel price
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ সিটুর

আরও পড়ুন: নন্দীগ্রামের ভোট পুনর্গণনার আবেদনের শুনানি শুরু, ভার্চুয়ালি অংশ মমতার

বিজেপির পাশাপাশি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করেছে সিটু ৷ তাদের অভিযোগ, কোভিড টিকা নিয়ে চরম দুর্নীতি করছে রাজ্য সরকার । এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সিটু ।

রাজ্য কমিটির নির্দেশে জেলায় জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । সেই কর্মসূচি অনুযায়ী উত্তর দিনাজপুর সিটুর পক্ষ থেকে রায়গঞ্জ মোহনবাটি এলাকায় পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.