ETV Bharat / state

আনলক ওয়ানে খুলল না সিনেমা হল, সমস্যা মালিক-কর্মীদের

আনলক ওয়ানেও খুলল না সিনেমা হল । সমস্যায় রায়গঞ্জের সিনেমা হলের কর্মচারীরা । সমস্যায় পড়েছেন মালিকরাও ।

author img

By

Published : Jun 10, 2020, 3:08 PM IST

ছবি
ছবি

রায়গঞ্জ, 10 জুন : দেশে পঞ্চম দফায় চলছে লকডাউন । ছাড় মিলেছে বেশ কিছু ক্ষেত্রে । খুলেছে শপিং মল, ধর্মীয় প্রতিষ্ঠান, রেস্তরাঁ । আনলক ওয়ান শুরু হওয়ায় আশায় ছিলেন সিনেমা হলের কর্মী ও মালিকরাও । কিন্তু আপাতত সিনেমা হল খোলার কোনও নির্দেশিকা দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক । যার ফলে চরম সমস্যায় সিনেমা হলের সঙ্গে যুক্ত কর্মীরা । রোজগার না থাকায় কোনওকমে সংসার চালাচ্ছেন তাঁরা । মালিকদের অবস্থাও একইরকম ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মধ্যে আশা টকিজ়, গীতাঞ্জলি ও কমল টকিজ়- এই তিনটি সিনেমা হল রয়েছে । বর্তমানে এমনিতেই এই হলগুলির অবস্থা খারাপ । ইন্টারনেটের যুগে, মাল্টিপ্লেক্সের যুগে এই সমস্ত সিনেমা হলে আর তেমনভাবে ভিড় হয় না । এর উপর বহু বছরের পুরোনো এই সিনেমা হলগুলি লকডাউনের শুরু থেকেই বন্ধ । যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন সিনেমা হলের সঙ্গে যুক্ত অনেকেই । কোনওরকমে সংসার চলছে 20 জন কর্মীর ।এমন চলতে থাকলে সঞ্চয় ফুরোতে আর বেশিদিন লাগবে না বলে আশঙ্কা করছেন তাঁরা । পাশাপাশি আশঙ্কা, সরকার যদি নয়া নির্দেশিকায় সিনেমা হল নিয়ে কিছু না বলে তাহলে সিনেমা হল তুলে দিতে হতে পারেন । তাতে চরম সংকটে পড়বেন কর্মীরা ।

এ বিষয়ে গীতাঞ্জলি সিনেমা হলের এক কর্মী জানান, এভাবে আর কত দিন চলবে আমাদের ? স্থানীয় কাউন্সিলর যা ত্রান দিয়েছিলেন তা তো সবই শেষ হয়ে গেছে । রাজ্য সরকার সব কিছুই খুলে দিয়েছে । সিনেমা হল অতি শীঘ্র খুলে দেওয়া জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি । মালিক প্রথম মাসে বেতন দিয়েছে । আর কত দিন মালিক বেতন দিতে পারবে তা বলা যাচ্ছে না । মালিক বেতন পুরোপুরি বন্ধ করে দিলে না খেয়ে পরিবারকে সঙ্গে নিয়ে মরা ছাড়া আর কোনও উপায় থাকবে না ।

অন্যদিকে, সিনেমা হলের মালিক তাপস খান জানিয়েছেন, এতদিন ধরে সিনেমা হল বন্ধ হয়ে আছে । ফলে হলের যন্ত্রাংশগুলি নষ্ট হয়ে গিয়েছে । এই যন্ত্রাংশগুলি ঠিক করে সিনেমা হল চালু করার ক্ষেত্রে চরম সমস্যা হবে । দীর্ঘ প্রায় তিন মাস হতে চলল সিনেমা হল বন্ধ রয়েছে । কর্মীদের যেটুকু পারছি বেতন দিচ্ছি । এভাবে চললে আর কতদিন বেতন দিতে পারব তা বলতে পারছি না ।

রায়গঞ্জ, 10 জুন : দেশে পঞ্চম দফায় চলছে লকডাউন । ছাড় মিলেছে বেশ কিছু ক্ষেত্রে । খুলেছে শপিং মল, ধর্মীয় প্রতিষ্ঠান, রেস্তরাঁ । আনলক ওয়ান শুরু হওয়ায় আশায় ছিলেন সিনেমা হলের কর্মী ও মালিকরাও । কিন্তু আপাতত সিনেমা হল খোলার কোনও নির্দেশিকা দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক । যার ফলে চরম সমস্যায় সিনেমা হলের সঙ্গে যুক্ত কর্মীরা । রোজগার না থাকায় কোনওকমে সংসার চালাচ্ছেন তাঁরা । মালিকদের অবস্থাও একইরকম ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মধ্যে আশা টকিজ়, গীতাঞ্জলি ও কমল টকিজ়- এই তিনটি সিনেমা হল রয়েছে । বর্তমানে এমনিতেই এই হলগুলির অবস্থা খারাপ । ইন্টারনেটের যুগে, মাল্টিপ্লেক্সের যুগে এই সমস্ত সিনেমা হলে আর তেমনভাবে ভিড় হয় না । এর উপর বহু বছরের পুরোনো এই সিনেমা হলগুলি লকডাউনের শুরু থেকেই বন্ধ । যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন সিনেমা হলের সঙ্গে যুক্ত অনেকেই । কোনওরকমে সংসার চলছে 20 জন কর্মীর ।এমন চলতে থাকলে সঞ্চয় ফুরোতে আর বেশিদিন লাগবে না বলে আশঙ্কা করছেন তাঁরা । পাশাপাশি আশঙ্কা, সরকার যদি নয়া নির্দেশিকায় সিনেমা হল নিয়ে কিছু না বলে তাহলে সিনেমা হল তুলে দিতে হতে পারেন । তাতে চরম সংকটে পড়বেন কর্মীরা ।

এ বিষয়ে গীতাঞ্জলি সিনেমা হলের এক কর্মী জানান, এভাবে আর কত দিন চলবে আমাদের ? স্থানীয় কাউন্সিলর যা ত্রান দিয়েছিলেন তা তো সবই শেষ হয়ে গেছে । রাজ্য সরকার সব কিছুই খুলে দিয়েছে । সিনেমা হল অতি শীঘ্র খুলে দেওয়া জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি । মালিক প্রথম মাসে বেতন দিয়েছে । আর কত দিন মালিক বেতন দিতে পারবে তা বলা যাচ্ছে না । মালিক বেতন পুরোপুরি বন্ধ করে দিলে না খেয়ে পরিবারকে সঙ্গে নিয়ে মরা ছাড়া আর কোনও উপায় থাকবে না ।

অন্যদিকে, সিনেমা হলের মালিক তাপস খান জানিয়েছেন, এতদিন ধরে সিনেমা হল বন্ধ হয়ে আছে । ফলে হলের যন্ত্রাংশগুলি নষ্ট হয়ে গিয়েছে । এই যন্ত্রাংশগুলি ঠিক করে সিনেমা হল চালু করার ক্ষেত্রে চরম সমস্যা হবে । দীর্ঘ প্রায় তিন মাস হতে চলল সিনেমা হল বন্ধ রয়েছে । কর্মীদের যেটুকু পারছি বেতন দিচ্ছি । এভাবে চললে আর কতদিন বেতন দিতে পারব তা বলতে পারছি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.