রায়গঞ্জ, 19 ফেব্রুয়ারি : মার্চ মাসের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলায় রিভিউ মিটিং করতে কালিয়াগঞ্জে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস সূত্রে ঠিক এমনই জানা যাচ্ছে । সম্ভবত মার্চের 3 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিয়াগঞ্জে সফরে আসবেন । একটি প্রকাশ্য সভা এবং জেলার রিভিউ মিটিং হবে কালিয়াগঞ্জে । দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী জেলায় আসবেন তা জানতে পেরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর আসা নিয়ে অবশ্য নবান্ন থেকে এখনও পর্যন্ত সঠিক সময় বা দিন ঘোষণা করা হয়নি । স্থানীয় প্রশাসনের দাবি, তাঁদের দাবি কালিয়াগঞ্জ এ আসার বিষয়টি আপাতত ঠিক করা হলেও কবে কখন তিনি আসবেন বা তাঁর পরিকল্পনাটা কী তা এখনও জানা যায়নি । তবে ইতিমধ্যেই কালিয়াগঞ্জের যে মাঠ থেকে প্রকাশ্য সভা করা হবে তা খতিয়ে দেখেছে প্রশাসনিক প্রধানরা। বিধানসভা উপ নির্বাচনের পরেই জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জ এসে জানিয়েছিলেন এই আসনটি জয়লাভের পর মুখ্যমন্ত্রী নিজেই কালিয়াগঞ্জ সফরে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন । খুব স্বাভাবিক ভাবেই এরপর থেকেই প্রশাসনিক মহলে একটা কৌতুহল ছিলই । যদিও দিনক্ষণ কোনওভাবেই জানা যাচ্ছিল না । মুখ্যমন্ত্রী সফরে আসবেন কি না তা সঠিকভাবে কেউ বলতে পারছিলেন না ।
তবে গত মঙ্গলবার প্রশাসনিক মহলে নবান্ন থেকে এই বিষয়ে বার্তা এসেছে বলে জানা গেছে । আর তারপরই পুলিশ প্রশাসন তৎপর হয়েছে । মুখ্যমন্ত্রী সফরের বিষয়ে এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা কেউ মুখ খুলতে না চাইলেও তাঁদের কাজের তৎপরতা দেখে বোঝা যায় যে খুব দ্রুত তিনি উত্তর দিনাজপুর জেলায় আসছেন । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর সম্ভবত 3 মার্চ রিভিউ মিটিং করতে পারেন তিনি । কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলা সফরে আসছেন বলে জানতে পেরেছি । কালিয়াগঞ্জ কলেজ মাঠে তাঁর সভা হওয়ার কথা রয়েছে। তবে কবে তিনি আসছেন সে বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।" মুখ্যমন্ত্রী আসার বিষয়টি ঠিক হতেই প্রশাসনিক আধিকারিকরা কালিয়াগঞ্জের মাঠ এবং এলাকা পরিদর্শন করেছেন ।