ETV Bharat / state

কালিয়াগঞ্জের হকারদের 2 হাজার টাকা অনুদান মুখ্যমন্ত্রীর - কালিয়াগঞ্জ পৌরসভা

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে 15 জুন পর্যন্ত। এই বিধিনিষেধের জেরে নতুন করে কর্মহীন হয়ে পড়েছেন কালিয়াগঞ্জ পৌর এলাকার হকাররা। হকারদের জন্য আগেই আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতোই কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার 1,269 জন হকার পেলেন দুই হাজার করে টাকা ৷

কালিয়াগঞ্জ পৌরসভা
কালিয়াগঞ্জ পৌরসভা
author img

By

Published : May 28, 2021, 11:58 AM IST

রায়গঞ্জ, 28 মে : কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হকাররা ৷ এবার কাজ হারানো কালিয়াগঞ্জ হকারদের হাতে এককালীন দুই হাজার টাকা তুলে দিল কালিয়াগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। কঠিন এই পরিস্থিতির মধ্যে হাতে টাকা পেয়ে যেন খেয়ে-পরে বাঁচার পথ পেলেন কয়েকশো হকার।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে 15 জুন পর্যন্ত। এই বিধিনিষেধের জেরে নতুন করে কর্মহীন হয়ে পড়েছেন কালিয়াগঞ্জ পৌর এলাকার হকাররা। হকারদের জন্য আগেই আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতোই কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার 1,269 জন হকার পেলেন দুই হাজার করে টাকা ৷

কী বললেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ বলেন,"জননেত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় সবার উপকারের জন্য কাজ করে চলেছেন। এক বছরের বেশি সময় ধরে খেটে খাওয়া মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে হকারদের জন্য দুই হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন মা মাটি মানুষের সরকার । গত ছয় মাস আগে টাকা এলেও বিধানসভা নির্বাচনের বিধি লাগু থাকায় তা দেওয়া যায়নি। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর হকারদের টাকা প্রদানের কাজ শুরু হয়েছে তাদের নিজেস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে । "

আরও পড়ুন : ভেসে উঠল মাছ , গৃহহীন গৃহপালিতরাও , খণ্ডচিত্র রায়দিঘির

হকারদের টাকা দেওয়া হবে খবর জানতে পেরে খুশি কালিয়াগঞ্জ পুর এলাকার হকাররা। পাশাপাশি তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ৷

রায়গঞ্জ, 28 মে : কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হকাররা ৷ এবার কাজ হারানো কালিয়াগঞ্জ হকারদের হাতে এককালীন দুই হাজার টাকা তুলে দিল কালিয়াগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। কঠিন এই পরিস্থিতির মধ্যে হাতে টাকা পেয়ে যেন খেয়ে-পরে বাঁচার পথ পেলেন কয়েকশো হকার।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে 15 জুন পর্যন্ত। এই বিধিনিষেধের জেরে নতুন করে কর্মহীন হয়ে পড়েছেন কালিয়াগঞ্জ পৌর এলাকার হকাররা। হকারদের জন্য আগেই আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতোই কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার 1,269 জন হকার পেলেন দুই হাজার করে টাকা ৷

কী বললেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ বলেন,"জননেত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় সবার উপকারের জন্য কাজ করে চলেছেন। এক বছরের বেশি সময় ধরে খেটে খাওয়া মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে হকারদের জন্য দুই হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন মা মাটি মানুষের সরকার । গত ছয় মাস আগে টাকা এলেও বিধানসভা নির্বাচনের বিধি লাগু থাকায় তা দেওয়া যায়নি। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর হকারদের টাকা প্রদানের কাজ শুরু হয়েছে তাদের নিজেস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে । "

আরও পড়ুন : ভেসে উঠল মাছ , গৃহহীন গৃহপালিতরাও , খণ্ডচিত্র রায়দিঘির

হকারদের টাকা দেওয়া হবে খবর জানতে পেরে খুশি কালিয়াগঞ্জ পুর এলাকার হকাররা। পাশাপাশি তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.