ETV Bharat / state

কোরোনা আবহে বন্ধ রাখি উৎসব, চিন্তায় ব্যবসায়ীরা

কোরোনা আবহে বন্ধ রাখা হয়েছে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান ৷ তাই এবার রাখির চাহিদাও প্রয়োজনের তুলনায় কম ৷ শুধুমাত্র বাড়ির কচিকাঁচাদের জন্য হাতে গোণা কয়েকটা রাখি কিনতে আসছেন কয়েকজন ৷

corona-situation
corona-situation
author img

By

Published : Aug 2, 2020, 4:14 PM IST

Updated : Aug 2, 2020, 10:08 PM IST

রায়গঞ্জ, 2 অগাস্ট : দেশে ক্রমশ বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও ৷ কোরোনা মোকাবিলায় দফায় দফায় করা হয়েছে লকডাউন ৷ বিধিনিষেধ আনা হয়েছে বিভিন্ন পরিষেবাতে ৷ বন্ধ রাখা হয়েছে যে কোনও রকমের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান ৷ তাই এবার মাথায় হাত রাখি বিক্রেতাদের ৷ বাড়ির কচিকাঁচাদের জন্য দু-একটা রাখি কিনে কোনও রকমে নিয়ম পালন করা হচ্ছে ৷ রাস্তার ধারে সারি সারি হাজার রকমের রাখি নিয়ে বসলেও বিক্রি নেই ৷

শ্রাবণ মাসের পূর্ণিমায় মঙ্গল কামনায় ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয় বোন বা দিদিরা ৷ অবাঙালিদের কাছে এটি রক্ষাবন্ধন ৷ ধর্মীয় ও সামাজিক গণ্ডি পেরিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে পরিচিত রাখিবন্ধন উৎসব ৷ রবি ঠাকুরের হাত ধরে শুরু হওয়া এই উৎসব আজও অত্যন্ত প্রাসঙ্গিক ৷ কিন্তু, এবছর সব উৎসবের মতো এই উৎসবও কোরোনা মোকাবিলায় বাধার মুখে ৷ এবার আর রাস্তায় বেরিয়ে শোভাযাত্রা বা সকালের হাতে রাখি পরানো হবে না ৷ তাই এবার রাখির চাহিদাও প্রয়োজনের তুলনায় কম ৷

রায়গঞ্জ শহরের রাখি বিক্রেতা নিতাই দাস বলেন, "এবার একদমই ব্যবসা নেই ৷ গতবার লাভজনক ব্যবসা হয়েছিল ৷ কিন্তু, এবার কোরোনা, লকডাউনের জেরে কোনও বিক্রি নেই ৷" রাখি কিনতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সজল পাল ৷ তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে কোনও অনুষ্ঠান হচ্ছে না ৷ বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটা-দু'টো রাখি কিনতে এসেছি ৷ ছোটো করেই নিয়ম পালন করা শুধু ৷" ক্রেতা প্রকাশ গুপ্ত বলেন, "আগেরবার 20টা রাখি কিনেছিলাম ৷ এবার 2টো কিনব ৷ ভয়ে কোনও অনুষ্ঠান হচ্ছে না ৷ সংক্রমণের ভয়ে কেউ কারও বাড়ি যাচ্ছি না ৷ তাই বাড়ির ছোটোদের জন্য 2টো রাখি কিনে নিয়ে যাব ৷"

কোরোনা আবহে বন্ধ রাখিবন্ধন উৎসব

রায়গঞ্জ, 2 অগাস্ট : দেশে ক্রমশ বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও ৷ কোরোনা মোকাবিলায় দফায় দফায় করা হয়েছে লকডাউন ৷ বিধিনিষেধ আনা হয়েছে বিভিন্ন পরিষেবাতে ৷ বন্ধ রাখা হয়েছে যে কোনও রকমের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান ৷ তাই এবার মাথায় হাত রাখি বিক্রেতাদের ৷ বাড়ির কচিকাঁচাদের জন্য দু-একটা রাখি কিনে কোনও রকমে নিয়ম পালন করা হচ্ছে ৷ রাস্তার ধারে সারি সারি হাজার রকমের রাখি নিয়ে বসলেও বিক্রি নেই ৷

শ্রাবণ মাসের পূর্ণিমায় মঙ্গল কামনায় ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয় বোন বা দিদিরা ৷ অবাঙালিদের কাছে এটি রক্ষাবন্ধন ৷ ধর্মীয় ও সামাজিক গণ্ডি পেরিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে পরিচিত রাখিবন্ধন উৎসব ৷ রবি ঠাকুরের হাত ধরে শুরু হওয়া এই উৎসব আজও অত্যন্ত প্রাসঙ্গিক ৷ কিন্তু, এবছর সব উৎসবের মতো এই উৎসবও কোরোনা মোকাবিলায় বাধার মুখে ৷ এবার আর রাস্তায় বেরিয়ে শোভাযাত্রা বা সকালের হাতে রাখি পরানো হবে না ৷ তাই এবার রাখির চাহিদাও প্রয়োজনের তুলনায় কম ৷

রায়গঞ্জ শহরের রাখি বিক্রেতা নিতাই দাস বলেন, "এবার একদমই ব্যবসা নেই ৷ গতবার লাভজনক ব্যবসা হয়েছিল ৷ কিন্তু, এবার কোরোনা, লকডাউনের জেরে কোনও বিক্রি নেই ৷" রাখি কিনতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সজল পাল ৷ তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে কোনও অনুষ্ঠান হচ্ছে না ৷ বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটা-দু'টো রাখি কিনতে এসেছি ৷ ছোটো করেই নিয়ম পালন করা শুধু ৷" ক্রেতা প্রকাশ গুপ্ত বলেন, "আগেরবার 20টা রাখি কিনেছিলাম ৷ এবার 2টো কিনব ৷ ভয়ে কোনও অনুষ্ঠান হচ্ছে না ৷ সংক্রমণের ভয়ে কেউ কারও বাড়ি যাচ্ছি না ৷ তাই বাড়ির ছোটোদের জন্য 2টো রাখি কিনে নিয়ে যাব ৷"

কোরোনা আবহে বন্ধ রাখিবন্ধন উৎসব
Last Updated : Aug 2, 2020, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.