ETV Bharat / state

উত্তর দিনাজপুরে বাস পরিষেবা বন্ধের মুখে - bus service will be stopped in north dinajpur

আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে বাস পরিষেবা দিয়ে উঠতে পারছে না উত্তর দিনাজপুরের বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

bus-service-will-be-stopped-in-north-dinajpur
উত্তর দিনাজপুরে বাস পরিষেবা বন্ধের মুখে
author img

By

Published : Jun 23, 2020, 7:47 PM IST

রায়গঞ্জ, 23 জুন : সরকারি তরফ থেকে বাসের ভাড়া বৃদ্ধি হয়নি । তার সঙ্গে দিনের পর দিন ডিজ়েলের দাম বেড়ে যাচ্ছে । চরম সংকটের মুখে বেসরকারি বাস মালিকরা । কোরোনা আবহে বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউই । যাত্রী নেই বললেই চলে । আর্থিক মন্দায় বাস মালিকরা । ভুক্তভোগী উত্তর দিনাজপুরের বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বেসরকারি বাস মালিকেরা । জেলা প্রশাসন এই বিষয়ে নীরব ।

বাস মালিকদের সমস্যা ভেবে দেখছেন না জেলা পরিবহন বিভাগ । অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুরের বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক বলেন, কোরোনা আবহে আর্থিক ক্ষতি স্বীকার করে নিয়ে রাজ্য সরকারের আহ্বানে রাস্তায় বাস ও মিনিবাস নামিয়েছিলেন ।

রাস্তায় বাস পরিষেবা কমতে থাকবে তা জানিয়ে দিল উত্তর দিনাজপুরের বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে তিনটি বাস চালানো হলেও ডালখোলায় যানজটে আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা । এভাবে বাস চালিয়ে কর্মীদের বেতন দেওয়ায় সমস্যা হচ্ছে । ঘর থেকে টাকা দিয়ে জ্বালানি খরচ মেটাতে হচ্ছে । এভাবে আর পেরে ওঠা সম্ভব হচ্ছে না ।

তিনি জেলা প্রশসনের বিরুদ্ধে অভিযোগ করেন, প্রশাসনের তরফ থেকে বাসকর্মীদের স্যানিটাইজ়ার, মাস্ক, গ্লাভস দেওয়ার কথা থাকলেও তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি । এসব বাস মালিকদের কিনে দিতে হচ্ছে । বাস সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, আর্থিক মন্দার মধ্যে দিয়ে এভাবে দিনের পর দিন চলতে থাকলে, আগামী দিনে রাস্তায় বাস নামানো সম্ভব হবে না ।

রায়গঞ্জ, 23 জুন : সরকারি তরফ থেকে বাসের ভাড়া বৃদ্ধি হয়নি । তার সঙ্গে দিনের পর দিন ডিজ়েলের দাম বেড়ে যাচ্ছে । চরম সংকটের মুখে বেসরকারি বাস মালিকরা । কোরোনা আবহে বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউই । যাত্রী নেই বললেই চলে । আর্থিক মন্দায় বাস মালিকরা । ভুক্তভোগী উত্তর দিনাজপুরের বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বেসরকারি বাস মালিকেরা । জেলা প্রশাসন এই বিষয়ে নীরব ।

বাস মালিকদের সমস্যা ভেবে দেখছেন না জেলা পরিবহন বিভাগ । অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুরের বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক বলেন, কোরোনা আবহে আর্থিক ক্ষতি স্বীকার করে নিয়ে রাজ্য সরকারের আহ্বানে রাস্তায় বাস ও মিনিবাস নামিয়েছিলেন ।

রাস্তায় বাস পরিষেবা কমতে থাকবে তা জানিয়ে দিল উত্তর দিনাজপুরের বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে তিনটি বাস চালানো হলেও ডালখোলায় যানজটে আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা । এভাবে বাস চালিয়ে কর্মীদের বেতন দেওয়ায় সমস্যা হচ্ছে । ঘর থেকে টাকা দিয়ে জ্বালানি খরচ মেটাতে হচ্ছে । এভাবে আর পেরে ওঠা সম্ভব হচ্ছে না ।

তিনি জেলা প্রশসনের বিরুদ্ধে অভিযোগ করেন, প্রশাসনের তরফ থেকে বাসকর্মীদের স্যানিটাইজ়ার, মাস্ক, গ্লাভস দেওয়ার কথা থাকলেও তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি । এসব বাস মালিকদের কিনে দিতে হচ্ছে । বাস সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, আর্থিক মন্দার মধ্যে দিয়ে এভাবে দিনের পর দিন চলতে থাকলে, আগামী দিনে রাস্তায় বাস নামানো সম্ভব হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.