ETV Bharat / state

সহকর্মীদের খুনের অভিযোগেও অনুশোচনাহীন BSF জওয়ান - রায়গঞ্জে সহকর্মীদের খুনের অভিযোগ BSF জওয়ানের বিরুদ্ধে

মোবাইলে প্রেমিকার সঙ্গে কথা না বলতে পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উত্তম সূত্রধর । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপরেও ক্ষোভ ছিল তাঁর । তবু, ঠিক কী কারণে দুই সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালাল সে তা এখনও স্পষ্ট নয় রায়গঞ্জ পুলিশের কাছে ৷

BSF jawan with no remorse
BSF জওয়ান
author img

By

Published : Aug 4, 2020, 9:47 PM IST

Updated : Aug 5, 2020, 2:48 PM IST

রায়গঞ্জ, 4 অগাস্ট : তাঁর বিরুদ্ধে সহকর্মীদের খুনের অভিযোগ, যদিও অনুশোচনাহীন মালদা খণ্ডের সীমান্তচৌকির অভিযুক্ত BSF জওয়ান উত্তম সুত্রধর ৷ রায়গঞ্জ থানায় দিনভর জেরার মাঝে দেশপ্রেমের গান গাইতে দেখা গেল তাঁকে ৷ "মেরা রং দে বসন্তী চোলা " গুনগুন করলেন । প্রথমদিকে কোনওভাবেই তদন্তে সহযোগিতা না করলেও পরবর্তীতে তদন্তকারী পুলিশ অফিসারদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বলে জানা গিয়েছে । তবে তাঁর দাবি, সংবাদমাধ্যমের সামনে সব কিছু বলব । যদিও রায়গঞ্জ থানা সংবাদমাধ্যমকে অভিযুক্তের কাছে ঘেঁষতে দেয়নি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মাঝে উত্তম একাধিকবার হিন্দিতে বলেন, "দেশদ্রোহী লোগোকো খাতাম কর দেঙ্গে ৷"

সীমান্তে প্রহরারত অবস্থায় শূন্যে দু'রাউন্ড গুলি চালিয়েছিল BSF জওয়ান উত্তম সূত্রধর । গুলির শব্দ পেয়ে ছুটে এসেছিলেন পেট্রোলিংয়ের দায়িত্বে থাকা BSF ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমার । কাছাকাছি আসতেই আচমকা তাঁদের লক্ষ্য করে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান জওয়ান উত্তম সূত্রধর ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ইন্সপেক্টর ও কনস্টেবলের । এই ঘটনারই তদন্ত শুরু করেছে BSF ও রায়গঞ্জ পুলিশ ৷

পুলিশ ও BSF সূত্রে জানা গিয়েছে, বিবাহিত থাকা সত্ত্বেও এর আগে পাঞ্জিপাড়া এলাকায় পোস্টিং থাকাকালীন একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তম সূত্রধর । রাতে সীমান্ত এলাকায় টহলদারির সময় মোবাইল ফোন ব্যবহার করা যায় না নিয়ম অনুযায়ী। এর ফলে মোবাইলে প্রেমিকার সঙ্গে না কথা বলতে পেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন । এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ছিল তাঁর । তদন্তে এমন কথাই সে জানিয়েছে । এইসঙ্গে তদন্তকারীরা মনে করছে, ভাটোল এলাকায় আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় ৷ সীমান্তরক্ষী বাহিনীর কিছু অফিসারদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে । টাকা-পয়সার লেনদেনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সেই বিষয়টির সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । আগামীকাল রায়গঞ্জ আদালতে তোলা হবে জাওয়ান উত্তম সূত্রধরকে । আপাতত লাগাতার জেরা চলছে ৷

রায়গঞ্জের পুলিশ সুপার সুমিতকুমার বলেন, "আমরা এখনও উত্তমকে জেরা করছি । কেন এই ঘটনা ঘটালো সে বিষয়ে এখনও স্পষ্ট মন্তব্য করেনি সে । একেক সময় একেক ধরনের মন্তব্য করছে । তাঁর একটি প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছে । তবে প্রেমের সম্পর্কের সঙ্গে এই খুন জড়িত নয় বলেই মনে করছি । আমরা কোনও সিদ্ধান্তে আসতে পারিনি ।"

রায়গঞ্জ, 4 অগাস্ট : তাঁর বিরুদ্ধে সহকর্মীদের খুনের অভিযোগ, যদিও অনুশোচনাহীন মালদা খণ্ডের সীমান্তচৌকির অভিযুক্ত BSF জওয়ান উত্তম সুত্রধর ৷ রায়গঞ্জ থানায় দিনভর জেরার মাঝে দেশপ্রেমের গান গাইতে দেখা গেল তাঁকে ৷ "মেরা রং দে বসন্তী চোলা " গুনগুন করলেন । প্রথমদিকে কোনওভাবেই তদন্তে সহযোগিতা না করলেও পরবর্তীতে তদন্তকারী পুলিশ অফিসারদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বলে জানা গিয়েছে । তবে তাঁর দাবি, সংবাদমাধ্যমের সামনে সব কিছু বলব । যদিও রায়গঞ্জ থানা সংবাদমাধ্যমকে অভিযুক্তের কাছে ঘেঁষতে দেয়নি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মাঝে উত্তম একাধিকবার হিন্দিতে বলেন, "দেশদ্রোহী লোগোকো খাতাম কর দেঙ্গে ৷"

সীমান্তে প্রহরারত অবস্থায় শূন্যে দু'রাউন্ড গুলি চালিয়েছিল BSF জওয়ান উত্তম সূত্রধর । গুলির শব্দ পেয়ে ছুটে এসেছিলেন পেট্রোলিংয়ের দায়িত্বে থাকা BSF ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমার । কাছাকাছি আসতেই আচমকা তাঁদের লক্ষ্য করে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান জওয়ান উত্তম সূত্রধর ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই ইন্সপেক্টর ও কনস্টেবলের । এই ঘটনারই তদন্ত শুরু করেছে BSF ও রায়গঞ্জ পুলিশ ৷

পুলিশ ও BSF সূত্রে জানা গিয়েছে, বিবাহিত থাকা সত্ত্বেও এর আগে পাঞ্জিপাড়া এলাকায় পোস্টিং থাকাকালীন একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তম সূত্রধর । রাতে সীমান্ত এলাকায় টহলদারির সময় মোবাইল ফোন ব্যবহার করা যায় না নিয়ম অনুযায়ী। এর ফলে মোবাইলে প্রেমিকার সঙ্গে না কথা বলতে পেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন । এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ছিল তাঁর । তদন্তে এমন কথাই সে জানিয়েছে । এইসঙ্গে তদন্তকারীরা মনে করছে, ভাটোল এলাকায় আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় ৷ সীমান্তরক্ষী বাহিনীর কিছু অফিসারদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে । টাকা-পয়সার লেনদেনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সেই বিষয়টির সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । আগামীকাল রায়গঞ্জ আদালতে তোলা হবে জাওয়ান উত্তম সূত্রধরকে । আপাতত লাগাতার জেরা চলছে ৷

রায়গঞ্জের পুলিশ সুপার সুমিতকুমার বলেন, "আমরা এখনও উত্তমকে জেরা করছি । কেন এই ঘটনা ঘটালো সে বিষয়ে এখনও স্পষ্ট মন্তব্য করেনি সে । একেক সময় একেক ধরনের মন্তব্য করছে । তাঁর একটি প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছে । তবে প্রেমের সম্পর্কের সঙ্গে এই খুন জড়িত নয় বলেই মনে করছি । আমরা কোনও সিদ্ধান্তে আসতে পারিনি ।"

Last Updated : Aug 5, 2020, 2:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.