ETV Bharat / state

দাড়িভিটে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 5 দুষ্কৃতী

দাড়িভিটে BSF-এর জালে পাঁচ দুষ্কৃতী । উদ্ধার আগ্নেয়াস্ত্র । ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতের । ধৃতদের পিছনে কোনও বড় চক্র আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ।

আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jul 28, 2019, 8:15 PM IST

রায়গঞ্জ, 28 জুলাই: দাড়িভিটের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল BSF । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে দাড়িভিটের সোনামতি BOP এলাকায় হানা দেয় BSF ৷ সেখানে সন্দেহজনক একটি গাড়ি আটক করে তারা ৷ এই গাড়ি থেকে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল রাতেই তাদের ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয় BSF।

ধৃতদের নাম হাসান উদ্দিন, তাজিমূল হক, সাহেদ আলি, আলম হক ও রসিদ আখতার । বাড়ি চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় । তাদের কাছ থেকে 3টি পাইপগান, 4 রাউন্ড গুলি, 4টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ।

আজ দুষ্কৃতীদের ইসলামপুর আদালতে তোলা হয় । বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছে, কী কারণে তারা ওই এলাকায় জমায়েত করেছিল? এত অস্ত্র কোথা থেকে পেয়েছে ? অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল ? ধৃতদের পিছনে কোনও বড় চক্র আছে কি? অস্ত্র-পাচার যুক্তি কি? গাড়ির মালিক কে ?

রায়গঞ্জ, 28 জুলাই: দাড়িভিটের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল BSF । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে দাড়িভিটের সোনামতি BOP এলাকায় হানা দেয় BSF ৷ সেখানে সন্দেহজনক একটি গাড়ি আটক করে তারা ৷ এই গাড়ি থেকে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল রাতেই তাদের ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয় BSF।

ধৃতদের নাম হাসান উদ্দিন, তাজিমূল হক, সাহেদ আলি, আলম হক ও রসিদ আখতার । বাড়ি চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় । তাদের কাছ থেকে 3টি পাইপগান, 4 রাউন্ড গুলি, 4টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ।

আজ দুষ্কৃতীদের ইসলামপুর আদালতে তোলা হয় । বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছে, কী কারণে তারা ওই এলাকায় জমায়েত করেছিল? এত অস্ত্র কোথা থেকে পেয়েছে ? অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল ? ধৃতদের পিছনে কোনও বড় চক্র আছে কি? অস্ত্র-পাচার যুক্তি কি? গাড়ির মালিক কে ?

Intro:রায়গঞ্জ, ২৮ জুলাই, প্রসুন মৈত্র: ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতিকে আটক করলো বি এস এফ। গোপন সুত্রে খবর পেয়ে শনিবার বিকেলে দাড়িভিটের সোনামতি বিওপি এলাকায় একটি গাড়ি থেকে ৫ দুষ্কৃতিকে আটক করে। শনিবার রাতে বি এস এফ ওই দুষ্কৃতিদের ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৩টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, ৪টি মোবাইল ফোন এবং অজ্ঞান করার তরল জাতীয় মেডিসিন উদ্ধার করে। ধৃতরা হল হাসান উদ্দিন,তাজিমূল হক,সাহেদ আলী,আলম হক ও রসিদ আখতার। ধৃতদের সকলের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায়। এদিন পুলিশ ধৃত ৫ দুষ্কৃতি কে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ আদালতের কাছে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। আদালত ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। কি কারনে তারা ওই এলাকায় জমায়েত হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.