ETV Bharat / state

চোপড়ার অকুস্থলের অদূরে উদ্ধার ফিরোজ আলির দেহ ? - চোপড়া

চোপড়ায় কিশোরীর দেহ উদ্ধারের ঘটনার 24 ঘণ্টার মধ্যে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ ৷ ওই যুবকের নাম ফিরোজ আলি বলে জানা গেছে ৷

body recover
চোপড়ায় যুবকের দেহ উদ্ধার
author img

By

Published : Jul 20, 2020, 1:21 PM IST

Updated : Jul 20, 2020, 1:53 PM IST

চোপড়া, 20 জুলাই : মাধ্যমিক উত্তীর্ণ কিশোরীর দেহ যেখানে উদ্ধার হয়েছিল সেখান থেকে 50 মিটারের মধ্যে আজ এক যুবকের দেহ উদ্ধার হয় । ওই দেহ ফিরোজ আলির বলে স্থানীয় সূত্রে জানা গেছে । যার বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলেছিল BJP । যদিও পুলিশের তরফে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি । ইতিমধ্যে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গতকাল সকালে চোপড়ায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হয় এক মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর দেহ ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ পরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া ৷ সরকারি বাস ও পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয় ৷ অবরোধ করা হয় 31 নম্বর জাতীয় সড়ক ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ এরই মাঝে গতকাল রাজ্য BJP-র তরফে একটি টুইট করা হয় ৷ সেই টুইটে লেখা হয়, "চোপড়ায় বছর ষোলোর এক কিশোরীকে ধর্ষণ করেছে ফিরোজ় আলি । আজ সকালে সে মারা গেছে । BJP বুথ সভাপতির বোন হওয়ারই কি মাশুল দিতে হল তাকে ? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্য তার মেয়েদের বাঁচাতে পারে না । এটা দুঃখের ।" আর আজ সকালে এলাকারই একটি নালা থেকে ওই যুবকেরই দেহ উদ্ধার হয় বলে স্থানীয়রা জানিয়েছেন ।

Tweet by State BJP
রাজ্য BJP-র গতকালের টুইট

জাহিদ আলি নামে স্থানীয় এক যুবক বলেন, "গতকাল এই যুবকের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে ৷ এই যুবকেরই বিভিন্ন সামগ্রী মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখা গিয়েছিল বলে কিশোরীর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল ৷"

চোপড়া, 20 জুলাই : মাধ্যমিক উত্তীর্ণ কিশোরীর দেহ যেখানে উদ্ধার হয়েছিল সেখান থেকে 50 মিটারের মধ্যে আজ এক যুবকের দেহ উদ্ধার হয় । ওই দেহ ফিরোজ আলির বলে স্থানীয় সূত্রে জানা গেছে । যার বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলেছিল BJP । যদিও পুলিশের তরফে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি । ইতিমধ্যে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গতকাল সকালে চোপড়ায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হয় এক মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর দেহ ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ পরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া ৷ সরকারি বাস ও পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয় ৷ অবরোধ করা হয় 31 নম্বর জাতীয় সড়ক ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ এরই মাঝে গতকাল রাজ্য BJP-র তরফে একটি টুইট করা হয় ৷ সেই টুইটে লেখা হয়, "চোপড়ায় বছর ষোলোর এক কিশোরীকে ধর্ষণ করেছে ফিরোজ় আলি । আজ সকালে সে মারা গেছে । BJP বুথ সভাপতির বোন হওয়ারই কি মাশুল দিতে হল তাকে ? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্য তার মেয়েদের বাঁচাতে পারে না । এটা দুঃখের ।" আর আজ সকালে এলাকারই একটি নালা থেকে ওই যুবকেরই দেহ উদ্ধার হয় বলে স্থানীয়রা জানিয়েছেন ।

Tweet by State BJP
রাজ্য BJP-র গতকালের টুইট

জাহিদ আলি নামে স্থানীয় এক যুবক বলেন, "গতকাল এই যুবকের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে ৷ এই যুবকেরই বিভিন্ন সামগ্রী মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখা গিয়েছিল বলে কিশোরীর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল ৷"

Last Updated : Jul 20, 2020, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.