ETV Bharat / state

Blanket Story: ওজন দরে বিকোচ্ছে ব্ল্যাঙ্কেট, রায়গঞ্জের বাজারে ভিড় ক্রেতাদের - রায়গঞ্জে ওজন দরে বিকোচ্ছে ব্ল্যাঙ্কেট

শীতের রাতে নরম তুলতুলে রঙিন ব্ল্যাঙ্কেটকে জড়াতে কে না চায় (Blanket)৷ তবে শুনেছেন কি ব্ল্যাঙ্কেট ওজন দরেও বিক্রি হয় ? অবাক হলেও এমনটাই হচ্ছে রায়গঞ্জের বাজারে ৷

ETV Bharat
ওজন দরে বিকোচ্ছে ব্ল্যাঙ্কেট
author img

By

Published : Nov 27, 2022, 7:36 PM IST

Updated : Nov 27, 2022, 7:45 PM IST

রায়গঞ্জ, 27 নভেম্বর: শাকসবজি, চাল-ডাল-মাছ-মাংসের মতো ওজনে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট । তা দেখে তাজ্জব বনেছেন সবাই ৷ ব্ল্যাঙ্কেটও যে কোনওদিন ওজনে বিক্রি হতে পারে তা কেউ ভাবতেই পারেননি ৷

তাই স্বাভাবিকভাবেই ভিড় জমিয়েছেন রায়গঞ্জের এন এস রোডের বিএসএনএলের অফিস সংলগ্ন রাস্তার পাশের অস্থায়ী ব্ল্যাঙ্কেটের দোকানে ৷ উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা মহম্মদ আরিফ এখানেই ওজনে বিক্রি করছেন ব্ল্যাঙ্কেট ৷ প্রতি কেজি ব্ল্যাঙ্কেটের দাম 350 টাকা থেকে শুরু করে 400 ও 500 টাকায় বিক্রি হচ্ছে ৷ যা দেখে আশ্চর্য হচ্ছেন অনেকেই ৷ তবে কিনতে বেশ মজাও হচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা ৷

শহরেরই এক ক্রেতা চৈতালি দত্তের কথায়, শাকসবজির মতো ব্ল্যাঙ্কেটও যে ওজনে বিক্রি হয় তা জানতাম না ৷ তবে দেখে বেশ ভালো লাগছে ৷ আর দামও সাধ্যের মধ্যেই ৷

রায়গঞ্জে ওজন দরে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট

এই বিষয়ে বিক্রেতা মহম্মদ আরিফ বলেন,"আমরা অন্যান্য জায়গার থেকে সস্তাতেই ওজন দরে ব্ল্যাঙ্কেট বিক্রি করে থাকি ৷ আর পেটের টানে সুদূর উত্তরপ্রদেশ থেকে এখানে আসতে হয়েছে ব্যবসার জন্য ৷ আমাদের জিনিসের মান যথেষ্ট ভালো ৷"

আরও পড়ুন : আশ্চর্য হলেও সত্যি, কেজি প্রতি 400 টাকা দরে বিক্রি হচ্ছে কম্বল !

রায়গঞ্জ, 27 নভেম্বর: শাকসবজি, চাল-ডাল-মাছ-মাংসের মতো ওজনে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট । তা দেখে তাজ্জব বনেছেন সবাই ৷ ব্ল্যাঙ্কেটও যে কোনওদিন ওজনে বিক্রি হতে পারে তা কেউ ভাবতেই পারেননি ৷

তাই স্বাভাবিকভাবেই ভিড় জমিয়েছেন রায়গঞ্জের এন এস রোডের বিএসএনএলের অফিস সংলগ্ন রাস্তার পাশের অস্থায়ী ব্ল্যাঙ্কেটের দোকানে ৷ উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা মহম্মদ আরিফ এখানেই ওজনে বিক্রি করছেন ব্ল্যাঙ্কেট ৷ প্রতি কেজি ব্ল্যাঙ্কেটের দাম 350 টাকা থেকে শুরু করে 400 ও 500 টাকায় বিক্রি হচ্ছে ৷ যা দেখে আশ্চর্য হচ্ছেন অনেকেই ৷ তবে কিনতে বেশ মজাও হচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা ৷

শহরেরই এক ক্রেতা চৈতালি দত্তের কথায়, শাকসবজির মতো ব্ল্যাঙ্কেটও যে ওজনে বিক্রি হয় তা জানতাম না ৷ তবে দেখে বেশ ভালো লাগছে ৷ আর দামও সাধ্যের মধ্যেই ৷

রায়গঞ্জে ওজন দরে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট

এই বিষয়ে বিক্রেতা মহম্মদ আরিফ বলেন,"আমরা অন্যান্য জায়গার থেকে সস্তাতেই ওজন দরে ব্ল্যাঙ্কেট বিক্রি করে থাকি ৷ আর পেটের টানে সুদূর উত্তরপ্রদেশ থেকে এখানে আসতে হয়েছে ব্যবসার জন্য ৷ আমাদের জিনিসের মান যথেষ্ট ভালো ৷"

আরও পড়ুন : আশ্চর্য হলেও সত্যি, কেজি প্রতি 400 টাকা দরে বিক্রি হচ্ছে কম্বল !

Last Updated : Nov 27, 2022, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.