ETV Bharat / state

চোপড়ায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - BJP's party office vandalized in Chopra

ভোট মিটতে না মিটতেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া ৷ বিজেপি সমর্থিত কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয় ভাঙারও অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর
বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর
author img

By

Published : May 3, 2021, 3:01 PM IST

রায়গঞ্জ, 3 মে : ভোট মিটলেও বদলালো না রজ্যের পরিস্থিতি ৷ বিভিন্ন জেলায় ফুটে উঠছে ভোট পরবর্তী হিংসার ছবি ৷ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ঘটনা ৷ বিজেপি সমর্থকদের বাড়ি, বিজেপি কার্যালয় ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

গতকাল গণনার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে চোপড়া ৷ গতকাল বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ পাশাপশি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনার দায় পড়ল তৃণমূলের উপর ৷ এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে পরিবারগুলির উপর অত্যাচার চালানো হয় তাদের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

হামলা চালানো হয়েছে বিজেপি সমর্থকদের বাড়িতে
হামলা চালানো হয়েছে বিজেপি সমর্থকদের বাড়িতে

আরও পড়ুন : রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক

অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূল নেতৃত্বের দাবি ,বিজেপি হেরে যাবার পর হতাশায় দলীয় নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করেছে। এই ঘটনায় দলের কোনও কর্মী যুক্ত নন।

রায়গঞ্জ, 3 মে : ভোট মিটলেও বদলালো না রজ্যের পরিস্থিতি ৷ বিভিন্ন জেলায় ফুটে উঠছে ভোট পরবর্তী হিংসার ছবি ৷ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ঘটনা ৷ বিজেপি সমর্থকদের বাড়ি, বিজেপি কার্যালয় ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

গতকাল গণনার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে চোপড়া ৷ গতকাল বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ পাশাপশি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনার দায় পড়ল তৃণমূলের উপর ৷ এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে পরিবারগুলির উপর অত্যাচার চালানো হয় তাদের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

হামলা চালানো হয়েছে বিজেপি সমর্থকদের বাড়িতে
হামলা চালানো হয়েছে বিজেপি সমর্থকদের বাড়িতে

আরও পড়ুন : রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক

অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূল নেতৃত্বের দাবি ,বিজেপি হেরে যাবার পর হতাশায় দলীয় নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করেছে। এই ঘটনায় দলের কোনও কর্মী যুক্ত নন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.