রায়গঞ্জ, 28 জুলাই : ভ্যাকসিন-কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে এবার, মুখ্যমন্ত্রীকেই ভুয়ো বলে বিঁধলেন বিজেপি নেতা সায়ন্তন ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, রাজ্যে একজন ভুয়ো মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ তাই রাজ্যের মানুষকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ বুধবার রায়গঞ্জের বোগ্রামে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এই মন্তব্য করেন সায়ন্তন বসু ৷
রাজ্যে ভ্যাকসিনেশনের ভয়াবহ ছবি উঠে এসেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, মানুষ মাঝরাত থেকে লাইন দিয়েও ভ্যাকসিন পাচ্ছেন না ৷ এমনকি ভ্যাকসিনের লাইন বিক্রির অভিযোগও উঠেছে বিভিন্ন জেলায় ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে কোণঠাসা করার সুযোগ হাতছাড়া করলেন না বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ শাসকদলকে নিশানা করে তিনি অভিযোগ করেছেন, রাজ্যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন থাকা সত্ত্বেও মানুষ তা পাচ্ছেন না ৷ কারণ দেবাঞ্জন দেবের মতো অনেক লোকজন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷
আরও পড়ুন : তৃণমূলের অর্ধেক নেতা দিন 15-র মধ্যে জেলে যাবেন : সায়ন্তন
এর পরেই তিনি অভিযোগ করেন, আসল ভ্যাকসিন খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ৷ আর স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে ক্যাম্পের মাধ্যমে ভুয়ো ভ্যাকসিন সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে ৷ আর এই ভুয়ো ভ্যাকসিন প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যেই একমাত্র ভুয়ো ভ্যাকসিন শব্দটা এসেছে, অন্য কোনও রাজ্যে নেই ৷ কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো ৷ ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন ৷’’