রায়গঞ্জ, 19 এপ্রিল : কোরোনা নিয়ে রায়গঞ্জবাসীকে সচেতন করতে অন্যরকম উদ্যোগ নিল BJP । "বহুরুপীদের" দিয়ে শহরের জনগণকে সচেতন করল তারা । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।
দেশজুড়ে কোরোনা সংক্রমণ বাড়ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র । চূড়ান্ত সতর্কতা হিসাবে মানুষকে গৃহবন্দী থাকার আবেদন জানিয়েছে সরকার থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসকরাও । কিন্তু সরকারি আবেদন উপেক্ষা করে পথে বেরিয়ে পড়ছেন দ্বায়িত্বজ্ঞানহীন কিছু মানুষ । তাই মানুষকে সচেতন করতে রায়গঞ্জ শহরে বহুরুপী সাজিয়ে অভিনব প্রচার চালাল BJP ।
কোরোনা সংক্রমণে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে । ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখলেই এই ভাইরাসের মোকাবিলা সম্ভব। এমনই নিদান দিয়েছেন বিশেষজ্ঞরা । বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু তা স্বত্ত্বেও মানুষ রাস্তায় বেরোচ্ছেন । বাজার, রেশনের দোকানে নিয়ম না মেনেই বাড়ছে ভিড়, জটলা । পুলিশ প্রশাসনের আবেদন, ধরপাকড়ের পরেও ছবিটা খুব একটা বদলায়নি । তাই আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে প্রতীকীভাবে কোরোনা ভাইরাসে আক্রান্ত মানুষকে বেঁধে ঘুরে বেরালেন স্বয়ং "যমরাজ বহুরুপী" ।
এই বিষয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, " কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে সরকার । কিন্তু অনেকে সে নিয়ম মানছেন না । আমরা তাই বহুরুপী নামিয়ে শহরে প্রচার চালাচ্ছি । আমরা বলতে চাইছি, যম মানেই মৃত্যু । জীবনে বেঁচে থাকতে গেলে ঘরে থাকুন, বাইরে বেরোলেই মৃত্যু ।" BJP-র এই প্রচার ভালো সাড়া ফেলেছে শহরে ।