ETV Bharat / state

এবার দুঃস্থ দম্পতির পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক - দুঃস্থ দম্পতির পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রাম কৃষ্ণ কল্যাণীর বিধানসভা কেন্দ্রে না হলেও সেখানে গিয়ে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক । বৃদ্ধার হাতে তুলে দেন নতুন দু'জোড়া কাপড় ৷ ভাঙা ঘরের ছাউনির জন্য দেন পলিথিন ।

BJP MLA of Raiganj Krishna Kalyani helped poor old couple
BJP MLA of Raiganj Krishna Kalyani helped poor old couple
author img

By

Published : May 20, 2021, 9:00 PM IST

রায়গঞ্জ, 20 মে : প্রায় নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । এবার রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামের সহায় সম্বলহীন অশীতিপর দম্পতির পাশে দাঁড়ালেন তিনি । এদিন দুঃস্থ দম্পতি প্রভাত রায় ও গোলাপী রায়ের হাতে তুলে দিলেন একজোড়া নতুন বস্ত্র ও ঘর ছাওয়ার পলিথিন ।

রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রাম কৃষ্ণ কল্যাণীর বিধানসভা কেন্দ্রে না হলেও সেখানে গিয়ে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক । দম্পতি প্রভাত রায় ও গোলাপী রায়ের একমাত্র সন্তান বিশু রায় আজ সাত বছর হল নিখোঁজ । সেই থেকে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন দম্পতি । কোনওরকমে আধাবেলার ভাত জোটে ৷ লকডাউনে আরও অসহায় হয়ে পড়েছেন ওঁরা ৷ এই অবস্থার খবর পেয়ে বৃহস্পতিবার দম্পতির বাড়িতে ছুটে যান রায়গঞ্জের বিজেপি বিধায়ক । বৃদ্ধার হাতে তুলে দেন নতুন দু'জোড়া কাপড় ৷ ভাঙা ঘরের ছাউনির জন্য দেন পলিথিন ।

প্রভাত রায় ও গোলাপী রায় বলেন, "আজ বিধায়ক এসেছেন ৷ আমাদের নতুন শাড়ি, ধুতি পাঞ্জাবি ও পলিথিন দিয়েছেন । ভীষণ উপকার হল ।"

কৃষ্ণ কল্যাণী বলেন, "বৃদ্ধ দম্পতির অসহায় অবস্থার কথা শুনে তাঁদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি । খুব শীঘ্রই একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উত্তরবঙ্গের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াব ৷"

রায়গঞ্জ, 20 মে : প্রায় নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । এবার রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামের সহায় সম্বলহীন অশীতিপর দম্পতির পাশে দাঁড়ালেন তিনি । এদিন দুঃস্থ দম্পতি প্রভাত রায় ও গোলাপী রায়ের হাতে তুলে দিলেন একজোড়া নতুন বস্ত্র ও ঘর ছাওয়ার পলিথিন ।

রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রাম কৃষ্ণ কল্যাণীর বিধানসভা কেন্দ্রে না হলেও সেখানে গিয়ে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক । দম্পতি প্রভাত রায় ও গোলাপী রায়ের একমাত্র সন্তান বিশু রায় আজ সাত বছর হল নিখোঁজ । সেই থেকে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন দম্পতি । কোনওরকমে আধাবেলার ভাত জোটে ৷ লকডাউনে আরও অসহায় হয়ে পড়েছেন ওঁরা ৷ এই অবস্থার খবর পেয়ে বৃহস্পতিবার দম্পতির বাড়িতে ছুটে যান রায়গঞ্জের বিজেপি বিধায়ক । বৃদ্ধার হাতে তুলে দেন নতুন দু'জোড়া কাপড় ৷ ভাঙা ঘরের ছাউনির জন্য দেন পলিথিন ।

প্রভাত রায় ও গোলাপী রায় বলেন, "আজ বিধায়ক এসেছেন ৷ আমাদের নতুন শাড়ি, ধুতি পাঞ্জাবি ও পলিথিন দিয়েছেন । ভীষণ উপকার হল ।"

কৃষ্ণ কল্যাণী বলেন, "বৃদ্ধ দম্পতির অসহায় অবস্থার কথা শুনে তাঁদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি । খুব শীঘ্রই একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উত্তরবঙ্গের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.