ETV Bharat / state

Panchayat Election 2023: মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী! তবু উৎসবের আবহেই হবে পঞ্চায়েত ভোট; দাবি কৃষ্ণ কল্যাণীর - মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ৷ শুক্রবার বিজেপি দেওয়াল লিখন কর্মসূচি করে ৷ তবে সেখানে প্রার্থীর নাম লেখা হয়নি ৷ আজ তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী দেওয়াল লিখন কর্মসূচি করলেন ৷ তিনিও তৃণমূল প্রার্থীর নাম লিখলেন না ৷ তবে শান্তিপূর্ণ ভোট হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jun 10, 2023, 3:29 PM IST

রায়গঞ্জ, 10 জুন: পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল ৷ শুক্রবার বিজেপি প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনের কর্মসূচি পালন করেছে গেরুয়া শিবির ৷ তারপর তৃণমূল কংগ্রেসও প্রার্থীদের নাম না-দিয়ে দেওয়াল লিখন করছে ৷ শনিবার রায়গঞ্জ ব্লকের সোহারই মোড়ে দেওয়াল লিখন দিয়ে নির্বাচনী প্রচারের ডঙ্কা বাজালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী ৷ শুক্রবার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-2 নং গ্রাম পঞ্চায়েতের 191 নম্বর বুথে দেওয়াল লিখন কর্মসূচি পালন করলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ৷

নাম প্রকাশ্যে না-আনার যুক্তি হিসেবে ঘাসফুলের নেতা বলেন, "মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই প্রার্থীর নাম জানানো হবে ৷ কারণ, কংগ্রেস-সিপিএম জোট, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না ৷ সেইজন্য আমরা প্রার্থীর নাম দিইনি ৷" বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, আগামী 8 জুলাই পঞ্চায়েত ভোট ৷ তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ বিধানসভা এলাকায় প্রচার শুরু করে দিল ৷ এবারে পঞ্চায়েত ভোট অবাধ শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা । কৃষ্ণ কল্যাণীর দাবি, উৎসবের বাতাবরণের মধ্যে এই ভোট হবে ৷

আরও পড়ুন: মনোনয়নের প্রথম দিনই গুলিতে খুন কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরদিন শুক্রবার কংগ্রেস প্রথম মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল ৷ তাতে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের ৷ এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গ অনেক বড় একটা রাজ্য ৷ কোথাও কোনও একটি ঘটনা দিয়ে গোটা রাজ্যের অবস্থা বিচার করা যায় না ৷

গতবারের পঞ্চায়েত ভোটে উত্তর দিনাজপুর জেলার 98 টি গ্রামপঞ্চায়েতের মধ্যে 77 টি গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে ৷ আর বিজেপির হাতে ছিল 21টি গ্রামপঞ্চায়েত ৷ তবে এর কিছুদিন পরেই 19টি গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করে ৷ পঞ্চায়েত সমিতি 9টির মধ্যে 9টি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে ৷ বিরোধী পদে বসে বিজেপি ৷ অন্যদিকে গতবারে জেলা পরিষদের 26টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় 25টি আসন আর একটি আসন নিয়ে থাকে বিজেপি ৷ কংগ্রেস ও বামফ্রন্ট কোনও গ্রামপঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে খাতা খুলতে পারেনি ৷

আরও পড়ুন: নয়া সমীকরণ! পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা কুড়মিদের

রায়গঞ্জ, 10 জুন: পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল ৷ শুক্রবার বিজেপি প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনের কর্মসূচি পালন করেছে গেরুয়া শিবির ৷ তারপর তৃণমূল কংগ্রেসও প্রার্থীদের নাম না-দিয়ে দেওয়াল লিখন করছে ৷ শনিবার রায়গঞ্জ ব্লকের সোহারই মোড়ে দেওয়াল লিখন দিয়ে নির্বাচনী প্রচারের ডঙ্কা বাজালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী ৷ শুক্রবার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-2 নং গ্রাম পঞ্চায়েতের 191 নম্বর বুথে দেওয়াল লিখন কর্মসূচি পালন করলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ৷

নাম প্রকাশ্যে না-আনার যুক্তি হিসেবে ঘাসফুলের নেতা বলেন, "মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই প্রার্থীর নাম জানানো হবে ৷ কারণ, কংগ্রেস-সিপিএম জোট, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না ৷ সেইজন্য আমরা প্রার্থীর নাম দিইনি ৷" বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, আগামী 8 জুলাই পঞ্চায়েত ভোট ৷ তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ বিধানসভা এলাকায় প্রচার শুরু করে দিল ৷ এবারে পঞ্চায়েত ভোট অবাধ শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা । কৃষ্ণ কল্যাণীর দাবি, উৎসবের বাতাবরণের মধ্যে এই ভোট হবে ৷

আরও পড়ুন: মনোনয়নের প্রথম দিনই গুলিতে খুন কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরদিন শুক্রবার কংগ্রেস প্রথম মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল ৷ তাতে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের ৷ এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গ অনেক বড় একটা রাজ্য ৷ কোথাও কোনও একটি ঘটনা দিয়ে গোটা রাজ্যের অবস্থা বিচার করা যায় না ৷

গতবারের পঞ্চায়েত ভোটে উত্তর দিনাজপুর জেলার 98 টি গ্রামপঞ্চায়েতের মধ্যে 77 টি গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে ৷ আর বিজেপির হাতে ছিল 21টি গ্রামপঞ্চায়েত ৷ তবে এর কিছুদিন পরেই 19টি গ্রামপঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করে ৷ পঞ্চায়েত সমিতি 9টির মধ্যে 9টি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে ৷ বিরোধী পদে বসে বিজেপি ৷ অন্যদিকে গতবারে জেলা পরিষদের 26টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় 25টি আসন আর একটি আসন নিয়ে থাকে বিজেপি ৷ কংগ্রেস ও বামফ্রন্ট কোনও গ্রামপঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে খাতা খুলতে পারেনি ৷

আরও পড়ুন: নয়া সমীকরণ! পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা কুড়মিদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.