রায়গঞ্জ, 22 জুলাই : এক সপ্তাহ কেটে গেছে । বাবাকে হারিয়েছে বছর 13-র মেয়েটি ৷ বাবার কথা উঠলে এখনও চোখের জল আটকাতে পারছে না সে ৷ জড়ানো গলায় বলছে, "এরপর কেউ আমাকে আর মা বলে ডাকবে না ৷ "
স্মৃতি রায় ৷ হেমতাবাদের প্রয়াত BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের একমাত্র সন্তান ৷ বাবার মৃত্যুর আগের দিন রাতেও তাঁর সঙ্গে আত্মীয়র বাড়িতে নেমতন্ন খেতে গেছিল সে ৷ সেই কথা উঠতেই স্মৃতি বলে, "বাবা শেষবার আমায় বলেছিল মা চল খেয়ে আসি ৷ খুব কাছের ছিল আমার ৷ কিছু হলেই আগে বাবার কাছে চলে যেতাম ৷"
এর আগে 7 জানুয়ারি বাবার জন্মদিনেও আনন্দ করেছে স্মৃতি । একসঙ্গে দু'জনে প্রচুর ছবি তুলেছিল ৷ সেই সব বারবার মনে পড়ছে তার ৷ দোষীদের কঠোর শাস্তির চেয়ে সে বলছে, " আমি চাই এর CBI তদন্ত হোক ৷ তবেই বাবার আত্মা শান্তি পাবে ৷"
13 জুলাই রায়গঞ্জ থানার বালিয়ামোড়ে একটি মোবাইলের দোকানের সামনে ঝুলন্ত দেহ উদ্ধার হয় হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের । এরপর অনেকে এসেছে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে । তবুও স্মৃতির মনে হচ্ছে চারিদিক কেমন যেন ফাঁকা । কারণ আর কেউ যে তাঁকে আর মা বলে ডাকবে না ।