ETV Bharat / state

ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার, অভিযোগ বিজেপি নেতার - TMC

এদিন অবস্থান কর্মসূচির পাশাপাশি বিডিওকে স্মারকলিপি প্রদান করে বিজেপির ইসলামপুর টাউন মণ্ডল কমিটি । উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক তাপস বিশ্বাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী বিডিও অফিসে ধরনা কর্মসূচিতে অংশগ্রহন করেন ।

রাজ্যে কোভিড ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার, দাবি উত্তর দিনাজপুরের বিজেপি নেতার
রাজ্যে কোভিড ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার, দাবি উত্তর দিনাজপুরের বিজেপি নেতার
author img

By

Published : Jun 17, 2021, 11:11 PM IST

রায়গঞ্জ, 17 জুন : কোভিড ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণ প্রতিবাদে সারা রাজ্যের প্রতিটি ব্লক অফিসে অবস্থান কর্মসূচি পালন করছে বিজেপি । এই বিক্ষোভে তারা তুলে এনেছে নির্বাচন পরবর্তী হিংসা বন্ধের দাবিও ৷ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক অফিসেও এই একই ইস্যুতে বিক্ষোভ ধরনা দিল বিজেপি ৷

এদিন অবস্থান কর্মসূচির পাশাপাশি বিডিওকে স্মারকলিপি প্রদান করে বিজেপির ইসলামপুর টাউন মণ্ডল কমিটি । উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক তাপস বিশ্বাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী বিডিও অফিসে ধরনা কর্মসূচিতে অংশগ্রহন করেন ।

বিজেপি নেতা তাপস বিশ্বাস জানিয়েছেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার রাজ্যে যে ভ্যাকসিন প্রদান করেছে তা দেওয়া নিয়ে চরম দুর্নীতি করছে রাজ্য সরকার ও তার দল তৃণমূল কংগ্রেস । যাঁদের নিতান্ত প্রয়োজন তাঁদের না দিয়ে কোভিড ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার ও স্বাস্থ্য দফতর । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । এরই পাশাপাশি বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের পর রাজ্যজুড়ে হিংসার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস । এই হিংসা বন্ধের দাবিও জানিয়েছে বিজেপি ।

আরও পড়ুন :পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ কংগ্রেসের

রায়গঞ্জ, 17 জুন : কোভিড ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণ প্রতিবাদে সারা রাজ্যের প্রতিটি ব্লক অফিসে অবস্থান কর্মসূচি পালন করছে বিজেপি । এই বিক্ষোভে তারা তুলে এনেছে নির্বাচন পরবর্তী হিংসা বন্ধের দাবিও ৷ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক অফিসেও এই একই ইস্যুতে বিক্ষোভ ধরনা দিল বিজেপি ৷

এদিন অবস্থান কর্মসূচির পাশাপাশি বিডিওকে স্মারকলিপি প্রদান করে বিজেপির ইসলামপুর টাউন মণ্ডল কমিটি । উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক তাপস বিশ্বাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী বিডিও অফিসে ধরনা কর্মসূচিতে অংশগ্রহন করেন ।

বিজেপি নেতা তাপস বিশ্বাস জানিয়েছেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার রাজ্যে যে ভ্যাকসিন প্রদান করেছে তা দেওয়া নিয়ে চরম দুর্নীতি করছে রাজ্য সরকার ও তার দল তৃণমূল কংগ্রেস । যাঁদের নিতান্ত প্রয়োজন তাঁদের না দিয়ে কোভিড ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার ও স্বাস্থ্য দফতর । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । এরই পাশাপাশি বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের পর রাজ্যজুড়ে হিংসার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস । এই হিংসা বন্ধের দাবিও জানিয়েছে বিজেপি ।

আরও পড়ুন :পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.