ETV Bharat / state

হাথরসের ঘটনার প্রতিবাদে দল ছাড়লেন উত্তর দিনাজপুরের BJP নেতা - Uttar Dinajpur

উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা সেরাজ্যের BJP সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে রূপক রায়ের অভিযোগ । এবং উত্তর দিনাজপুর জেলায় রাজবংশী সম্প্রদায়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে তিনি দল ছাড়লেন বলে জানান ।

BJP LEADER
BJP LEADER
author img

By

Published : Oct 3, 2020, 8:43 PM IST

রায়গঞ্জ, 3 অক্টোবর : BJP-এর শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার BJP নেতা রূপক রায় । দল ছাড়লেও এখনই কোনও দলে যোগ দেবেন না বলে জানান তিনি ।

তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা সেরাজ্যের BJP সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । এবং উত্তর দিনাজপুর জেলায় রাজবংশী সম্প্রদায়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে তিনি দল ছাড়েন বলে জানান ।

রূপক রায় 2016 সালে BJP-তে যোগদান করেন । সে বছরই বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে BJP-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । এদিন রায়গঞ্জ শহরে প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করেন রূপক রায়। এ বিষয়ে তিনি বলেন, " উত্তরপ্রদেশে ওই যুবতির উপর নির্মম অত্যাচার এবং তা চাপা দিতে BJP সরকারের ন্যক্কারজনক ভূমিকার প্রতিবাদেই আমি BJP-র সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম । তবে BJP ত্যাগ করলেও আমি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না ।"

রায়গঞ্জ, 3 অক্টোবর : BJP-এর শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার BJP নেতা রূপক রায় । দল ছাড়লেও এখনই কোনও দলে যোগ দেবেন না বলে জানান তিনি ।

তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা সেরাজ্যের BJP সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । এবং উত্তর দিনাজপুর জেলায় রাজবংশী সম্প্রদায়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে তিনি দল ছাড়েন বলে জানান ।

রূপক রায় 2016 সালে BJP-তে যোগদান করেন । সে বছরই বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে BJP-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । এদিন রায়গঞ্জ শহরে প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করেন রূপক রায়। এ বিষয়ে তিনি বলেন, " উত্তরপ্রদেশে ওই যুবতির উপর নির্মম অত্যাচার এবং তা চাপা দিতে BJP সরকারের ন্যক্কারজনক ভূমিকার প্রতিবাদেই আমি BJP-র সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম । তবে BJP ত্যাগ করলেও আমি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.