রায়গঞ্জ , 25 মে : ইদের দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ইদ উপলক্ষ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । ইদে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন BJP-র জেলা সভাপতি ।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের মতো রায়গঞ্জ ব্লকেও প্রতিদিন বাইরে থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক আসছেন । ইদের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকদের আসার সংখ্যাও কম নয় । এই বিষয়টি মাথায় রেখে ইদের দিন তাঁদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী প্রদান করার বিষয়টি চিন্তাভাবনা করে জেলা BJP । সেই মতো রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন BJP-র জেলা সভাপতি । আগামীতে সরকারি সাহায্য অনুযায়ী তাঁদের যদি খাবার না মেলে , তবে সেই বিষয় নিয়ে আন্দোলনের পথে নামার হুমকিও দেন তিনি । পাশাপাশি, নিজেদের সাধ্যমতো ওই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্বজিৎ বাবু ।
এ বিষয়ে তিনি বলেন , বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী শ্রমিকেরা জেলা BJP-র নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁদের আনার জন্য বিভিন্ন রাজ্যের BJP প্রতিনিধিদের সঙ্গে জেলা BJP-র তরফ থেকে যোগাযোগ করা হয় । সেই অনুযায়ী BJP-র তরফ থেকে তাঁদের নিয়ে আসার বন্দোবস্ত করা হয় ৷ আজ , ইদ উপলক্ষ্যে পরিযায়ী শ্রমিকদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আগামীতেও আমরা তাঁদের সাহায্য করে যাব।