ETV Bharat / state

BJP Formed Panchayat Board: তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন বিজেপির - বিজেপি

রায়গঞ্জের চার নম্বর বিন্দোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি। মোট 23টি আসনের মধ্যে বাম-কংগ্রেস এবং বিজেপি মিলে 13টি আসন হওয়ায় তারা এই পঞ্চায়েত বোর্ড গঠন করতে পেরেছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন বিজেপির
author img

By

Published : Aug 11, 2023, 7:36 PM IST

বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন বিজেপির

রায়গঞ্জ, 11 অগষ্ট: তৃণমূলের বিরুদ্ধে এবার বাম এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি ৷ একদিকে যখন কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল-সহ 26টি দল। ঠিক তার উলটো চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চার নম্বর বিন্দোল গ্রাম পঞ্চায়েতে।

রায়গঞ্জের চার নম্বর বিন্দোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি। শুক্রবার রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ধার্য ছিল। সেই মোতাবেক সকল দলের জয়ী প্রার্থীরা এসে উপস্থিত হয় পঞ্চায়েত চত্বরে। মূলত 23টি আসন যুক্ত এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি নয়টি, তৃণমূল আটটি, কংগ্রেস চারটি, ফরওয়ার্ড ব্লক একটি এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিল। নির্দল প্রার্থী অবশ্য তৃণমূলকেই সমর্থন করেছে। অপরদিকে কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক বিজেপিকে সমর্থন করার ফলে পঞ্চায়েতের বোর্ড বিজেপি গঠন করে।

যদিও ভুল চিহ্ন দেওয়ায় দুই পক্ষেরই একটি করে ভোট কাটা যায়। মোট 23টি আসনের মধ্যে বাম-কংগ্রেস এবং বিজেপি মিলে 13টি আসন হওয়ায় তারা এই পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারে ৷ এই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের জিন্নাতুন খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির ফুলকুমার বর্মন। কংগ্রেসের জয়ী সদস্য জিন্নাতুন খাতুন বলেন, "আমরা চাই পঞ্চায়েতের উন্নতি হোক। তাই আমরা বিজেপি এবং বাম-কংগ্রেস জোট মিলে বোর্ড গঠন করেছি। আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চাই।"

আরও পড়ুন: মালদায় অভিষেকের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধকে উপ-প্রধান করে পঞ্চায়েতে বোর্ড তৃণমূলের

অপরদিকে বিজেপির জয়ী সদস্য ফুলকুমার বর্মন বলেন, "বাম-কংগ্রেস এবং বিজেপি মিলে এই বোর্ড গঠন করা হয়েছে। আমরা মানুষের সেবা করতে চাই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।" এই ধরণের বোর্ড গঠন অবশ্য এই নতুন নয় ৷ এর আগেও দেখা গিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কখনও বামেদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি কখনও আবার কংগ্রেসের সঙ্গে গিয়ে বোর্ড গঠন করেছে ৷ ফলে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে যে বিরোধীদের 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে, তা কার্যত মুখ থুবড়ে পড়ল রায়গঞ্জের এই বিন্দোল গ্রাম পঞ্চায়েতে ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন বিজেপির

রায়গঞ্জ, 11 অগষ্ট: তৃণমূলের বিরুদ্ধে এবার বাম এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি ৷ একদিকে যখন কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল-সহ 26টি দল। ঠিক তার উলটো চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চার নম্বর বিন্দোল গ্রাম পঞ্চায়েতে।

রায়গঞ্জের চার নম্বর বিন্দোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি। শুক্রবার রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ধার্য ছিল। সেই মোতাবেক সকল দলের জয়ী প্রার্থীরা এসে উপস্থিত হয় পঞ্চায়েত চত্বরে। মূলত 23টি আসন যুক্ত এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি নয়টি, তৃণমূল আটটি, কংগ্রেস চারটি, ফরওয়ার্ড ব্লক একটি এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিল। নির্দল প্রার্থী অবশ্য তৃণমূলকেই সমর্থন করেছে। অপরদিকে কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক বিজেপিকে সমর্থন করার ফলে পঞ্চায়েতের বোর্ড বিজেপি গঠন করে।

যদিও ভুল চিহ্ন দেওয়ায় দুই পক্ষেরই একটি করে ভোট কাটা যায়। মোট 23টি আসনের মধ্যে বাম-কংগ্রেস এবং বিজেপি মিলে 13টি আসন হওয়ায় তারা এই পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারে ৷ এই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের জিন্নাতুন খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির ফুলকুমার বর্মন। কংগ্রেসের জয়ী সদস্য জিন্নাতুন খাতুন বলেন, "আমরা চাই পঞ্চায়েতের উন্নতি হোক। তাই আমরা বিজেপি এবং বাম-কংগ্রেস জোট মিলে বোর্ড গঠন করেছি। আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চাই।"

আরও পড়ুন: মালদায় অভিষেকের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধকে উপ-প্রধান করে পঞ্চায়েতে বোর্ড তৃণমূলের

অপরদিকে বিজেপির জয়ী সদস্য ফুলকুমার বর্মন বলেন, "বাম-কংগ্রেস এবং বিজেপি মিলে এই বোর্ড গঠন করা হয়েছে। আমরা মানুষের সেবা করতে চাই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।" এই ধরণের বোর্ড গঠন অবশ্য এই নতুন নয় ৷ এর আগেও দেখা গিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কখনও বামেদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি কখনও আবার কংগ্রেসের সঙ্গে গিয়ে বোর্ড গঠন করেছে ৷ ফলে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে যে বিরোধীদের 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে, তা কার্যত মুখ থুবড়ে পড়ল রায়গঞ্জের এই বিন্দোল গ্রাম পঞ্চায়েতে ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.