রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ, পরিযায়ী শ্রমিকদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এলাকায় কাজের ব্যবস্থা করা এবং BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোর প্রতি রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা BJP । বহু BJP কর্মী সমর্থক আজ ডেপুটেশন জমা দিতে আসেন । নেতৃত্বে ছিলেন BJP এর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী । প্রথমে রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শনও করেন তাঁরা । এরপর BJP-এর প্রতিনিধি দল রায়গঞ্জের BDO রাজু লামার কাছে স্মারকলিপি জমা দেন ।
উল্লেখ্য, BJP এর এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা দেখা যায় শহর জুড়ে । তবে, BJP-এর এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় গ্রামগঞ্জের গরিব আশ্রয়হীন মানুষদের ঘর দেওয়ার কথা থাকলেও, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে বেছে বেছে তৃণমূল কর্মীদের ঘর দেওয়ার অভিযোগ তুলেছে BJP । রাজনৈতিক রং না দেখে প্রকৃত গরিব নিরাশ্রয় মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার দাবিতে আন্দোলনে নামে উত্তর দিনাজপুর জেলা BJP ।
জেলা BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, " রাজ্য সরকার তথা ব্লক প্রশাসন প্রকৃত গরিব মানুষদের বঞ্চিত করে তৃণমূল কর্মীদের ঘর বিলি করছে । আমাদের দাবি পুনরায় সোসিও ইকোনমি সার্ভের মাধ্যমে গ্রামের প্রকৃত গরিব মানুষদের এই প্রকল্পের আওতায় আনতে হবে । এছাড়াও কেন্দ্রীয় সরকার লকডাউনে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামেই কাজের জন্য গ্রাম পঞ্চায়েত গুলিকে টাকা বরাদ্দ করলেও পরিযায়ী শ্রমিকেরা গ্রামে কাজ না পেয়ে আবারও ভিনরাজ্যে কাজে চলে যাচ্ছেন । পরিযায়ী শ্রমিকদের গ্রামপঞ্চায়েতের মাধ্যমে গ্রামেই কাজের ব্যবস্থা করতে হবে । এর পাশাপাশি BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলির সাথে বিমাতৃসুলভ আচরণ করছে রাজ্য সরকার । উন্নয়নের টাকা BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিকে বরাদ্দ করছে না । সেই কারণেই প্রতিবাদে সামিল হয়েছি আমরা ।"