চোপড়া, 20 জুলাই : আজ চোপড়ায় যায় BJP-র প্রতিনিধি দল ৷ কিন্তু পুলিশ তাঁদের পথ আটকায় ৷ সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, "লোকসভা নির্বাচনে রাজবংশী সম্প্রদায় BJP-কে সমর্থন করেছে ৷ এখন তৃণমূল প্রতিশোধ নিতে চাইছে ৷"
চোপড়ায় মৃত ছাত্রীর দেহ নিয়ে মিছিল করে তাঁর বাড়ি যাওয়ার আগেই BJP প্রতিনিধিদলের পথ আটকানো হয় বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে খবর, এভাবে মিছিল করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ তাই BJP-কে মিছিল করতে বাধা দেন পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷
বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "অপদার্থ পুলিশ প্রশাসন সুরক্ষার ব্যবস্থা নিতে পারবে না বলে আমাদের যেতে না করেছে । সেই কারণে আমরা ইসলামপুরের দলীয় কার্যালয়ে অবস্থান করব । তবে আমরা পুলিশকে বলে দিয়েছি যদি কোনওভাবে তৃণমূল নেতৃত্ব ওই এলাকায় ঢোকে আমরাও তখন ওখানে যাব ।"
তিনি আরও বলেন, ঘটনার 24 ঘণ্টা পর অভিযুক্তের মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে ৷ তাঁর প্রশ্ন, এতক্ষণ পুলিশ কী করছিল ? বলেন, "পুরোটাই নবান্ন থেকে নির্দেশ আসছে ৷ পুলিশ সেই নির্দেশ মতো কাজ করে যাচ্ছে ৷ অভিযুক্তকে না ধরতে পারলে ওখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষ ক্ষেপে যাচ্ছে ৷ বিষয়টি বুঝতে পেরে অবশেষে এই ঘটনা ঘটানো হচ্ছে ৷"