ETV Bharat / state

ভোটের 2 দিন আগে মেয়ের বিয়ে, দলকে প্রাধান্য কালিয়াগঞ্জের BJP প্রার্থীর - কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী কমল সরকার

মেয়ের বিয়ের দিনই শেষ হচ্ছে নির্বাচনী ভোট প্রচারের সময় ৷ চাপের মধ্যে রয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী কমল সরকার। তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আত্মীয় পরিজন ও পাড়াপড়শিরা ৷

কালিয়াগঞ্জ BJP প্রার্থী কমল সরকার
author img

By

Published : Nov 22, 2019, 2:41 PM IST

Updated : Nov 22, 2019, 3:40 PM IST

কালিয়াগঞ্জ, ২২ নভেম্বর : একদিকে নিজের একমাত্র মেয়ের বিয়ে ৷ অপরদিকে নিজে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী । কন্যাদায়গ্রস্ত পিতার যেমন গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব, তেমনই রয়েছে তাঁর উপরে বর্তানো দলের দায়িত্ব । এখন হিমশিম অবস্থা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে BJP প্রার্থী কমল সরকারের । তবে পাশে পেয়েছেন আত্মীয়স্বজন ও পাড়াপড়শিদের । তাঁরাই জোগাড় করছেন মেয়ের বিয়ের সমস্ত আয়োজন । আর তাই একজন বাবার চাইতে দলের প্রার্থী বা একনিষ্ঠ সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারছেন ভোটযুদ্ধে সক্রিয়ভাবে অবতীর্ণ হতে ।

মেয়ের বিয়ের দিনই শেষ হচ্ছে নির্বাচনী ভোট প্রচারের সময়, আর একদিন বাদে তাঁর এবং তাঁর দলের অগ্নিপরীক্ষা । কিছুটা হলেও চাপের মধ্যে রয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী কমল সরকার। আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন । আর ২৩ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী কমল সরকারের মেয়ের বিবাহের দিন । আর ওই দিনই বিকেল ৫ টায় শেষ হবে তাঁর নির্বাচনী প্রচার । শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে তাঁকে । নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে বেড়াতে হচ্ছে ভোটের প্রচারে ।

এদিকে তাঁর মেয়ের বিয়ের কাজ তিনি কিছুই করতে পারছেন না । কন্যাদায়গ্রস্ত পিতার যে অনেক দায়দায়িত্ব । বেশ চাপে রয়েছেন কমলবাবু । তবে তাঁর পরিবারের এই বিশাল কর্মযজ্ঞ পার করতে তাঁকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর আত্মীয় পরিজন ও পাড়াপড়শিরা । তাঁরাই বিয়ের মণ্ডপ তৈরি থেকে বিয়ের কেনাকাটা, প্রীতিভোজের সব ব্যাবস্থা সামলাচ্ছেন ৷ এমনই জানালেন আত্মীয় পরিজনেরা । BJP প্রার্থী কমল সরকারের স্ত্রীও জানালেন, মেয়ের বিয়ের জন্য এতটুকুও সময় দিতে পারছেন না স্বামী । আর কমলবাবু বলেন, "বাবা হিসেবে মেয়ের বিয়ে দেওয়া ও তার দেখভাল করা আমার কর্তব্য ৷ কিন্তু দল যে দায়িত্বটা আমাকে দিয়েছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ । শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে চাই ।" আপাতত সমাজের জন্য, দলের জন্য কাজ করাটাকেই তিনি বেশি গুরুত্ব দিতে চান ।

কালিয়াগঞ্জের BJP প্রার্থী

কালিয়াগঞ্জ, ২২ নভেম্বর : একদিকে নিজের একমাত্র মেয়ের বিয়ে ৷ অপরদিকে নিজে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী । কন্যাদায়গ্রস্ত পিতার যেমন গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব, তেমনই রয়েছে তাঁর উপরে বর্তানো দলের দায়িত্ব । এখন হিমশিম অবস্থা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে BJP প্রার্থী কমল সরকারের । তবে পাশে পেয়েছেন আত্মীয়স্বজন ও পাড়াপড়শিদের । তাঁরাই জোগাড় করছেন মেয়ের বিয়ের সমস্ত আয়োজন । আর তাই একজন বাবার চাইতে দলের প্রার্থী বা একনিষ্ঠ সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারছেন ভোটযুদ্ধে সক্রিয়ভাবে অবতীর্ণ হতে ।

মেয়ের বিয়ের দিনই শেষ হচ্ছে নির্বাচনী ভোট প্রচারের সময়, আর একদিন বাদে তাঁর এবং তাঁর দলের অগ্নিপরীক্ষা । কিছুটা হলেও চাপের মধ্যে রয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী কমল সরকার। আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন । আর ২৩ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী কমল সরকারের মেয়ের বিবাহের দিন । আর ওই দিনই বিকেল ৫ টায় শেষ হবে তাঁর নির্বাচনী প্রচার । শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে তাঁকে । নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে বেড়াতে হচ্ছে ভোটের প্রচারে ।

এদিকে তাঁর মেয়ের বিয়ের কাজ তিনি কিছুই করতে পারছেন না । কন্যাদায়গ্রস্ত পিতার যে অনেক দায়দায়িত্ব । বেশ চাপে রয়েছেন কমলবাবু । তবে তাঁর পরিবারের এই বিশাল কর্মযজ্ঞ পার করতে তাঁকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর আত্মীয় পরিজন ও পাড়াপড়শিরা । তাঁরাই বিয়ের মণ্ডপ তৈরি থেকে বিয়ের কেনাকাটা, প্রীতিভোজের সব ব্যাবস্থা সামলাচ্ছেন ৷ এমনই জানালেন আত্মীয় পরিজনেরা । BJP প্রার্থী কমল সরকারের স্ত্রীও জানালেন, মেয়ের বিয়ের জন্য এতটুকুও সময় দিতে পারছেন না স্বামী । আর কমলবাবু বলেন, "বাবা হিসেবে মেয়ের বিয়ে দেওয়া ও তার দেখভাল করা আমার কর্তব্য ৷ কিন্তু দল যে দায়িত্বটা আমাকে দিয়েছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ । শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে চাই ।" আপাতত সমাজের জন্য, দলের জন্য কাজ করাটাকেই তিনি বেশি গুরুত্ব দিতে চান ।

কালিয়াগঞ্জের BJP প্রার্থী
Intro:রায়গঞ্জ, ২১ নভেম্বর, প্রসুন মৈত্র: একদিকে নিজের একমাত্র মেয়ের বিয়ে অপরদিকে নিজে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী। কন্যাদায়গ্রস্ত পিতার যেমন গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব তেমনি রয়েছে তাঁর উপরে বর্তানো দলের দায়িত্ব। এই দুই গুরুভার সামলাতে এখন হিমশিম অবস্থা কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কমল সরকারের। তবে পাশে পেয়েছেন আত্মীয়স্বজন ও পাড়াপড়শিদের। তারাই জোগাড় করছেন মেয়ের বিয়ের সমস্ত আয়োজন। আর তাই একজন বাবার চাইতে দলের প্রার্থী বা একনিষ্ঠ সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারছেন ভোটযুদ্ধে সক্রিয়ভাবে অবতীর্ণ হতে। মেয়ের বিয়ের দিনই শেষ হচ্ছে নির্বাচনী ভোট প্রচারের সময় আর একদিন বাদে তাঁর এবং তাঁর দলের অগ্নিপরীক্ষা। কিছুটা হলেও চাপে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকার।

আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ঠিক তার একদিন আগে অর্থাৎ ২৩ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকারের মেয়ের বিবাহের দিন। আর ওই দিনই বিকেল ৫ টায় শেষ হবে তাঁর নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে। নাওয়া খাওয়া ভূলে দিনরাত এক করে এক গ্রাম থেকে অন্য গ্রাম ছুটে বেড়াতে হচ্ছে ভোটের প্রচারে। অথচ তাঁর মেয়ের বিয়ের কাজ তিনি কিছুই করতে পারছেন না। কন্যাদায়গ্রস্ত পিতার যে অনেক দায় দায়িত্ব। বেশ চাপে রয়েছেন কমলবাবু। তবে তাঁর পরিবারের এই বিশাল কর্মযজ্ঞ পার করতে তাঁকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর আত্মীয় পরিজন ও পাড়াপড়শিরা। তারাই বিয়ের মন্ডপ তৈরি থেকে বিয়ের কেনাকাটা, প্রীতিভোজের সব ব্যাবস্থা সামলাচ্ছেন এমনটাই জানালেন আত্মীয় পরিজনেরা। বিজেপি প্রার্থী কমল সরকারের স্ত্রীও জানালেন মেয়ের বিয়ের জন্য এতটুকুও সময় দিতে পারছেন না স্বামী। আর কমলবাবু জানালেন বাবা হিসেবে মেয়ের বিয়ে দেওয়া তার দেখভাল করা আমার কর্তব্য, কিন্তু দল যে দায়িত্বটা আমাকে দিয়েছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মানুষ হয়ে জন্মেছি শুধু নিজের জন্য নয় সমাজের জন্য। সমাজের জন্য, দলের জন্য কাজ করাটাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।Body:AbcdConclusion:Abcd
Last Updated : Nov 22, 2019, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.