রায়গঞ্জ, 31 মার্চ : "আজ পশ্চিমবঙ্গে CPI(M) একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল। আজকের দিনে প্রাসঙ্গিক একটাই নাম। ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদি।" নির্বাচনী প্রচারে এসে CPI(M)-কে কটাক্ষ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি।
গতকাল কালিয়াগঞ্জের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে নির্বাচনী প্রচার করলেন তিনি। গ্রামের লোকজন তাঁকে ফুল, মালা দিয়ে বরণ করেন। প্রচার শেষে রাজ্যের শাসকদলের প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল সম্পর্কে তিনি বলেন, "উনি দাড়িভিটের ঘটনার সময় এলাকায় ঢুকতে পারেননি। মানুষ তাড়িয়ে দিয়েছে। উনি শুধু দেওয়ালে রয়ে গেছেন। এতেই বোঝা যায় উনি আমার কীরকম প্রতিপক্ষ। অনেক দেওয়াল লিখেছেন, ফ্লেক্সও প্রচুর লাগিয়েছেন। সরকারি টাকা আছে তাই তিনি এত কিছু করছেন।"
দেবশ্রী বলেন, "নরেন্দ্র মোদির প্রতিনিধি এখানকার একমাত্র হেভিওয়েট প্রার্থী। কারণ নরেন্দ্র মোদির দল যা বলে সেটা করে দেখায়, সেই প্রতিশ্রুতি পালন করে। এই মানুষের ভিড় ও প্রত্যাশা, এটা মোদিজির প্রতি আত্মবিশ্বাস। এখানে দেবশ্রী চৌধুরি নয়। দেবশ্রী চৌধুরি একজন প্রার্থীর নাম। 543 টা কেন্দ্রে লড়াই হচ্ছে নরেন্দ্র মোদিকে সামনে রেখে। বিকাশ শুধু বিকাশ। সব কা সাথ সব কা বিকাশ।" AIIMS প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "AIIMS নিয়ে গালভরা গল্প আর আমি শোনাতে চাই না। যদি আমাদের এখান থেকে সাংসদ যায়, তবে উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। উত্তরবঙ্গের মানুষ তার বাড়ির রোগীকে নিয়ে যেতে যেতে রাস্তায় মরবে না।" CPI(M) ও কংগ্রেসের জোট না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "ওদের জোট না হওয়ার কারণ কী? CPI(M) বলে এই সিটটা আমার চাই। সবেধন নীলমণি একমাত্র সন্তান-এই সিটটা আমার চাই, আর অন্যজন বলে এটা আমার অনেকদিনের খাসতালুক। এই জায়গা আমি কেন ছাড়ব।"