ETV Bharat / state

রায়গঞ্জে গণ ভাইফোঁটার আয়োজন BJP-র - রায়গঞ্জ বিজেপি

দেশজুড়ে বোনেদের উপর ধর্ষণ, অত্যাচার উৎপীড়ন হচ্ছে ৷ সেই পরিস্থিতি থেকে বোনেদের রক্ষা করার শপথ নেওয়ার জন্য এই ভাইফোঁটার আয়োজন করা হয় ৷

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : Nov 16, 2020, 11:11 PM IST

রায়গঞ্জ, 16 নভেম্বর : উত্তর দিনাজপুর জেলা BJP এর পক্ষ থেকে আয়োজন করা হল গণ ভাইফোঁটার ৷ রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে BJP এর জেলা কার্যালয়ে দাদা বাইয়দের ফোঁটার আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন BJP এর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ৷

দেশজুড়ে বোনেদের উপর ধর্ষণ, অত্যাচার উৎপীড়ন হচ্ছে ৷ সেই পরিস্থিতি থেকে বোনেদের রক্ষা করার শপথ নেওয়ার জন্য এই ভাইফোঁটার আয়োজন করা হয় ৷ পাশাপাশি রাজনৈতিক হানাহানি ও সংঘর্ষে দাদা ও ভাইদের প্রাণ যাচ্ছে ৷ তাঁদের জীবনের দীর্ঘায়ু কামনার লক্ষ্যে দলীয় কার্যালয়ে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় বলে জানান BJP মহিলা মোর্চার সদস্য ৷ মহিলা মোর্চার সদস্যারা BJP এর কার্যকর্তা দাদা ও ভাইদের কপালে ফোঁটা দিলেন । আয়োজন ছিল মিষ্টিমুখেরও । একসাথে সকল দাদা ভাইদের ফোঁটা দিতে পেরে খুশী মহিলা মোর্চার নেত্রী শিবানী মজুমদার । ভাইফোঁটার মাধ্যমে বোনেদের সন্মান রক্ষা করার শপথ নেওয়া হল বলে জানালেন BJP এর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ।

রায়গঞ্জ, 16 নভেম্বর : উত্তর দিনাজপুর জেলা BJP এর পক্ষ থেকে আয়োজন করা হল গণ ভাইফোঁটার ৷ রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে BJP এর জেলা কার্যালয়ে দাদা বাইয়দের ফোঁটার আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন BJP এর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ৷

দেশজুড়ে বোনেদের উপর ধর্ষণ, অত্যাচার উৎপীড়ন হচ্ছে ৷ সেই পরিস্থিতি থেকে বোনেদের রক্ষা করার শপথ নেওয়ার জন্য এই ভাইফোঁটার আয়োজন করা হয় ৷ পাশাপাশি রাজনৈতিক হানাহানি ও সংঘর্ষে দাদা ও ভাইদের প্রাণ যাচ্ছে ৷ তাঁদের জীবনের দীর্ঘায়ু কামনার লক্ষ্যে দলীয় কার্যালয়ে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় বলে জানান BJP মহিলা মোর্চার সদস্য ৷ মহিলা মোর্চার সদস্যারা BJP এর কার্যকর্তা দাদা ও ভাইদের কপালে ফোঁটা দিলেন । আয়োজন ছিল মিষ্টিমুখেরও । একসাথে সকল দাদা ভাইদের ফোঁটা দিতে পেরে খুশী মহিলা মোর্চার নেত্রী শিবানী মজুমদার । ভাইফোঁটার মাধ্যমে বোনেদের সন্মান রক্ষা করার শপথ নেওয়া হল বলে জানালেন BJP এর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.