উত্তর দিনাজপুর, 27 মার্চ : উত্তর দিনাজপুরে সবক’টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে লিফলেট ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে বই প্রকাশ করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ৷ জেলা সদর রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এই লিফলেট ও প্রচার পুস্তিকা প্রকাশ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৷ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ চৌহ্বান সহ শিক্ষক-শিক্ষিকারা এই অনুষ্ঠানে হাজির ছিলেন ৷
কেন তৃণমূল কংগ্রেসকে শিক্ষক শিক্ষিকারা ভোট দেবেন ? তা জানাতে এবং সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ৷ জেলা কমিটির তরফে একটি প্রচার পুস্তক ও লিফলেট প্রকাশ করা হয়েছে । চারজন করে শিক্ষকের টিম এই লিফলেট নিয়ে প্রতিটি শিক্ষকের ঘরে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করবেন।
আরও পড়ুন : স্থানীয় পোলিং এজেন্টের নিয়ম ফেরানো হোক, সরব তৃণমূল
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ চৌহ্বান বলেন, ‘‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রাথমিক স্কুল এমনকি এস এস কে, এম এস কে সব তুলে দিচ্ছে । ফলে কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার স্কুল শিক্ষক । এরাজ্যেও বিজেপি ক্ষমতায় এলে স্কুল শিক্ষকদের অবসরের সময় ষাট বছর থেকে কমিয়ে 50 বছর করে দেওয়া হবে । প্রাথমিক স্কুলগুলো তুলে দেওয়া হবে । বন্ধ করে দেওয়া হবে মিড- ডে মিল থেকে যাবতীয় সরঞ্জাম বিলি । অথচ রাজ্যের মা মাটি মানুষের সরকার এ রাজ্যের শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করার পাশাপাশি পড়ুয়াদের উন্নয়নে বহু কাজ করছে । আর তাই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করার আবেদন জানাবেন জেলার শিক্ষক-শিক্ষিকারা ।